সঙ্গে রাস্তা নির্মাণ করে দিতে পেরে খুশি পৌরপিতা রূপক সরকার।জানা যায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের ৭ নং ওয়ার্ডে নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তৎকালীন বিজেপি দলের প্রার্থী তথা বর্তমান পৌর পিতা রূপক সরকার এলাকার উন্নতিকল্পে বেশ কয়েকটি ড্রেন এবং বিরোধী দলের নেতার বাড়ির সামনের সি.সি রাস্তা নির্মাণ করে দিচ্ছেন। এতে প্রায় ব্যায় হবে পাঁচ লক্ষাধিক টাকা। এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের ৭ নং ওয়ার্ডে বসবাসরত এক বাসিন্দা পৌর পিতার রূপক সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। গত ২৫ বছরের না হওয়া সি.সি রাস্তা নির্মাণের কাজটি পৌর পিতার চেয়ারে বসে আড়াই মাসে করে দিচ্ছে কার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কি কারনে রাস্তা নির্মাণ করা হয়নি এ প্রশ্নের জবাবে ওই পৌরবাসী জানান,,, কি কারণে রাস্তা নির্মাণ হয়নি তা আগে যারা ক্ষমতায় ছিল তারাই ভালো বলতে পারবে। তবে বর্তমানে রাস্তা নির্মাণ করে দেওয়ার ফলে আমরা খুবই খুশি। অপরদিকে এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার জানিয়েছেন,,, আমি বিগত পৌর পরিষদ নির্বাচনের সময়
বিজেপি দলের মনোনীত প্রার্থী হয়ে যখন ভোট জন্য বাড়ি বাড়ি গিয়েছিলাম তখন এলাকার মানুষজন তাদের দাবি ছিল যাতে এই রাস্তাটি সি.সি রাস্তা তৈরি করে দেওয়া হয়। এলাকাবাসী আমাকে এক বছর সময় দিলেও আমি বলেছিলাম তিন মাসের মধ্যে রাস্তা তৈরি করে দেব। কিন্তু পৌর পরিষদের পৌর পিতা হিসেবে দায়িত্বভার গ্রহণের দুই মাসের মধ্যেই এই রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে। এতে করে পৌরবাসী'রা যেমন খুশি তেমন'ই আমিও আমার কথা রাখতে পেরে খুব খুশি। তবে যাই হোক ২৫ বছর ক্ষমতার মসনদে বসে থাকা সি.পি.আই.এম দলের নেতাদের মুখে যে শুধু আশ্বাসের বাণী ছিল তা লোকসমাজে আবারও প্রমাণিত। আর সে কারণেই হয়তো বা এই রাস্তা নির্মাণের কাজে ব্যার্থ ছিল এতদিন তারা । কিন্তু এখন তেলিয়ামুড়া পৌর পরিষদে তৎকালীন বিজেপি দলের মনোনীত প্রার্থী বর্তমান পৌর পিতা রূপক সরকার দায়িত্ব গ্রহণের পর এই রাস্তা তৈরি করে দেওয়ার ফলে তেলিয়ামুড়া পৌর পরিষদের ৭ নং ওয়ার্ড ওয়ার্ড বাসীরা বেজায় খুশি।
0 মন্তব্যসমূহ