সঙ্গে ফেন্সীগুলি গুয়াহাটি থেকে আগরতলা যাচ্ছিল।চালক জানান প্রথমে শিলং তারপর শিলচরে কিছু খুচরো সামগ্ৰী আনলোড করা হয়। তারপর শিলচর থেকে আগরতলার উদ্দেশে অসম চুরাইবাড়ি আসতেই ওয়াচ পোস্টের পুলিশ সালাউর রহমান চৌধুরী ,
লোহিত বরণ চন্দ ও ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে আটক করে তল্লাশি করে এই ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। এভাবে প্রতিনিয়ত ফেন্সি বোঝাই লরি রাজ্যে প্রবেশ করছে তাতে রাজ্য পুলিশের কোনো হেলদোল নেই। বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত পুলিশ প্রশাসন।
0 মন্তব্যসমূহ