চুরাইবাড়ি পুলিশের হাতে আটক নিষিদ্ধ ফেন্সিডিল-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

১৯ ফেব্রুয়ারি
শনিবার
কদমতলা   প্রতিনিধিঃ আরো একবার ত্রিপুরা রাজ্যে প্রবেশের পথে গতকাল রাতে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক নিষিদ্ধ ফেন্সিডিল। 

অসম চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের রুটিন তল্লাশির সময় AS25EC 3069 নম্বরের কন্টেনার গাড়ি থেকে ১০ কার্টুনে মোট তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। ফেন্সিডিল গুলির বাজার মুল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা বলে জানান ইনচার্জ।চালক ও সহ চালককে আটক করেছে পুলিশ। তাদের নাম   নিনরুই বামন (৩৩) ও সহ চালক কিনদর নগরুম (২২) তাদের বাড়ি মেঘালয়ে শিলং এ। আরাধ্যা ট্রান্সপোর্টের গাড়ি করে খুচরো মাল বিভিন্ন পন্য সামগ্রীর 

সঙ্গে ফেন্সীগুলি গুয়াহাটি থেকে আগরতলা যাচ্ছিল।চালক জানান প্রথমে শিলং তারপর শিলচরে কিছু খুচরো সামগ্ৰী আনলোড করা হয়। তারপর শিলচর থেকে আগরতলার উদ্দেশে অসম চুরাইবাড়ি আসতেই ওয়াচ পোস্টের পুলিশ সালাউর রহমান চৌধুরী , 
লোহিত বরণ চন্দ  ও ইনচার্জ  নিরঞ্জন দাসের নেতৃত্বে আটক করে তল্লাশি করে এই ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। এভাবে প্রতিনিয়ত ফেন্সি বোঝাই লরি রাজ্যে প্রবেশ করছে তাতে রাজ্য পুলিশের কোনো হেলদোল নেই। বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত পুলিশ প্রশাসন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu