জাতীয় সড়কটি অবরোধ করেন।অবরোধ কারীরা জানান দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ এই রাস্তাটির বেহাল দশা। প্রতিদিন হচ্ছে দূর্ঘটনা । আজ থেকে কয়েক মাস আগেও ইন্দুরাইল থেকে এই রাস্তা দিয়ে বেথেলহেম স্কুলে আসার সময় এক পড়ুয়াকে নিয়ে তার বাবা দুর্ঘটনার কবলে পরে। ঐ দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়ার বাবার। গতকালো অর্থাৎ বৃহস্পতিবার এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্র আবারো এই রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনা গ্রস্থ হয়। বহুবার পূর্তদপ্তর থেকে শুরু করে প্রশাসনের একাধিক স্তরে জানিয়েও কোনই লাভ হয়নি। পূর্বেও স্থানীয়রা পথ অবরোধ করেছিল কিন্তু তাতেও ফল শূন্য। তাই শুক্রবার স্থানীয় অবরোধকারিরা আজ থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরুর দাবি তুলতে থাকে।
দীর্ঘ প্রায় ৫ ঘন্টা যাবৎ চলতে থাকে জাতীয় সড়ক অবরোধ। অবরোধের দুদিকেই বহিরাজ্যের বহু লরি আটকে পরে।অবশেষে অবরোধ স্থলে ছুটে আসেন পানিসাগরের মহকুমা শাসক রাজীব পন্থ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে আলোচনার পরে শুক্রবার থেকেই রাস্তা সংস্কারের কাজ শুরু হলে বেলা ২টা নাগাদ জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।
0 মন্তব্যসমূহ