সেই সঙ্গে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী বিদ্যালয় নঈতালিম উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা দেবীর আরাধনায় মাতোয়ারা হতে প্রত্যক্ষ করা গেল। এই বিদ্যালয়ের এক বিশেষতা হলো এই বিদ্যালয়ে ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সকলে পূজোয় মাতোয়ারা হয়। কেননা এই বিদ্যালয়ের প্রায় ৪০ শতাংশ
ছাত্রছাত্রী মুসলিম ধর্মাবলম্বী। তাড়াও হিন্দু ধর্মের এই পবিত্র উৎসবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাতোয়ারা হয়। তবে সব মিলিয়ে বলা চলে বাগ্ দেবীর পূজোর দিনে মেঘলা আকাশ'কে উপেক্ষা করে জনপ্লাবনে ভাসলো তেলিয়ামুড়া শহর।
0 মন্তব্যসমূহ