থাকাকালীন সময়ে একটি শৌচালয় ছিল তা বিজ্ঞানসম্মত না হওয়ায় ব্যবসায়ীরা ব্যবহার করতে পারেনি। যার ফলে অচিরেই নষ্ট হয়ে যায়।ব্যবসায়ীদের দাবি ছিল বাজারের মধ্যে একটি শৌচালয় দেওয়ার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হয় মধুপুর বাজার এর জন্যই একটি শৌচালয় বরাদ্দ হয়েছে। যথারীতি জায়গা চিহ্নিত করা হয় কিন্তু যে জায়গার মধ্যে শৌচালয় বর্তমান করার উদ্যোগ নেয়া হয়েছে শুরু থেকেই ব্যবসায়ীদের মধ্যে অভিযোগ ছিল। তাদের বক্তব্য বর্তমানে যে জায়গার মধ্যে নেতৃত্বরা চিহ্নিত করেছে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ পথচারী এবং স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে কিছুদিন পরই সমস্যা দেখা দিবে রাস্তার পাশে শৌচালয় নির্মাণ করা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একটি ব্রিজের তলায় তা করার ফলে জলের স্রুতে যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যে সরকারি
জায়গার মধ্যে করা হচ্ছে তার পাশেই রয়েছে মালিকানা জায়গা এবং এক ব্যক্তির বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিস্থল। সে সমাধির উপরে কি করে শৌচালয় করা হয় তা নিয়ে এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করেন। প্রণব সেন যদিও এলাকার ব্যবসায়ীদের অভিযোগ বাজারের পাশে অনেক খালি জায়গা রয়েছে ওই খালি জায়গার মধ্যে শৌচালয় করা হলে সকলের সুবিধা হতো। অন্যদিকে আরও অভিযোগ সেই ব্রিজের তলায় বর্তমান যে অবস্থায় একাংশ মৎস্য ব্যবসায়ীরা পচা মাছ খেলে রাস্তায় দুর্গন্ধে ভরে দেই জনগণ ব্যবসায়ীরা আসা যাওয়া করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যার ফলে বাজার ব্যবসায়ী সঙ্গেৱ প্রতি ক্ষোভ প্রকাশ করেন বাজার ব্যবসায়ীরা । ব্যবসায়ী অন্যদিকে শুক্রবার সকাল বেলায় ইঞ্জিনিয়াররা যখন কাজ করতে আসে তখন সে কাজে বাধা দেয় একাংশ ব্যবসায়ী। এদিকে বাজার কমিটি সম্পাদক তপন দেবনাথ বলেন সকলের সম্মতিক্রমে সেখানে শৌচালয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন দেখার বিষয় আদৌ ওই জায়গার মধ্যে শৌচালয় নির্মাণ করা হয় কিনা। যদিও ব্যবসায়ীরা সাফ জানিয়ে দেয় শৌচালয় অন্যত্র সরিয়ে কিংবা ব্রিজের তলায় আবর্জনা পরিষ্কার করা না হলে আগামী দিনের আন্দোলনে নামবে ।
0 মন্তব্যসমূহ