ছয় দিনের জন্য অস্থায়ী সরকারি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হলো-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

৪ ফেব্রুয়ারি
শুক্রবার
পানিসাগর  প্রতিনিধিঃ ২০২১-২২ সনের সরকারি ধান ক্রয় প্রক্রিয়ার শুরু হলো।  উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহাকুমার পানিসাগর রেগুলেটেড মার্কেট প্রাঙ্গনে বিগত 

বছরের ন্যায় এ বছরও পানিসাগর খাদ্য, জন সংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এর উদ্যোগে এবং পানিসাগর কৃষি দফতরের সহযোগিতায় আজ ৪ ফেব্রুয়ারি ২০২২ ইং শুক্রবার, সকাল ১১ ঘটিকায় থেকে স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। উত্তর জেলায় পানিসাগর মহুকুমা সরকারি ধান কেন্দ্রতে বিগত বছর সর্বাধিক ধান ক্রয় করা হয়েছিল । তাই এ বছরও পানিসাগরে অস্থায়ী ধান 

ক্রয় কেন্দ্র,  ধান বিক্রয় করতে স্থানীয় কৃষকরা গত বছরের তুলনায় অধিক সংখ্যক কৃষক উৎসবের মেজাজে ধান বিক্রয় করার উদ্দেশ্যে ধান নিয়ে উপস্থিত হয়েছেন, যা চোখে পড়ার মতন। সরকার বিগত বছর থেকে এবছর বিক্রয় মূল্য অধিক প্রদান করছে। এবছরের বিক্রয় মূল্য 
প্রতি কন্ট্রোল ১৯৪৭ টাকা ধার্য করা হয়েছে। ধান বিক্রয় কেন্দ্র ধান নিয়ে আসা কৃষকদের সাথে কথা বলে জানা যায় বিগত বছরের থেকেও এ বছর অধিক ধান বিক্রি করতে পারছেন এবং অধিক মূল্যে সরকারের কাছে ধান বিক্রয় করাতে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu