বুরো ধান চাষ করার জন্য নিজ জমিতে হালচাষ করছেন। তবে প্রয়োজনীয় জলের সমস্যার জন্য তেমন চাষাবাদ করা যায় না। বাবুমনি পাড়ার জনৈক কৃষকরা গত বছরের ন্যায় এবছরও বুরো ধান চাষ করবেন। তবে সরকারিভাবে ধানের চাষাবাদের জন্য রাজ্য সরকার সর্বদা কৃষকদের জন্য
সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এমনকি প্রত্যেক বছর রাজ্য সরকার রাজ্যের কৃষি খাতে বিপুল অর্থ ব্যয় করে থাকে। কিন্তু স্থানীয় বি এল ডব্লিউ স্টোর থেকে সার, কীটনাশক ঔষধ পাননি বলে জানান ওই প্রান্তিক কৃষক।
0 মন্তব্যসমূহ