বাংলা বছরের মাঘ মাসের এক পশলা বৃষ্টিতে কৃষকদের মুখে খানিকটা হাসি ফোটালো-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

৪ ফেব্রুয়ারি
শুক্রবার
তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ বাংলা বছরের মাঘ মাসের এক পশলা বৃষ্টিতে কৃষকদের মুখে খানিকটা হাসি ফোটালো। মাঘ মাসের মাঝামাঝি সময়ে বুরো ধানের চাষাবাদ। কৃষকদের 

কাছে বুরো ধানের চাষাবাদ একটা লাভজনক ধান শষ্যের চাষাবাদ। তাই প্রত্যন্ত এলাকার কৃষকরা মাঘ মাসের অল্পবিস্তর বৃষ্টির ছোঁয়া পেয়ে বুরো ধানের চাষ করার জন্য, কৃষি জমিতে কাজ করার জন্য মনোযোগী হয়ে উঠল। তেলিয়ামুড়া মহাকুমার প্রত্যন্ত বাবুমনি পাড়ার জনৈক কৃষক কথা প্রসঙ্গে জানান, স্থানীয় কৃষি অফিসের পরামর্শে গত বছর বুরো ধানের চাষ করে বেশ লাভবান হয়েছেন। তাই এবারও মাঘ মাসের অল্পবিস্তর বৃষ্টির ছোঁয়া পেয়ে তিনি 

বুরো ধান চাষ করার জন্য নিজ জমিতে হালচাষ করছেন। তবে প্রয়োজনীয় জলের সমস্যার জন্য তেমন চাষাবাদ করা যায় না। বাবুমনি পাড়ার জনৈক কৃষকরা গত বছরের ন্যায় এবছর‌ও বুরো ধান চাষ করবেন। তবে সরকারিভাবে  ধানের চাষাবাদের জন্য রাজ্য সরকার সর্বদা কৃষকদের জন্য 
সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এমনকি প্রত্যেক বছর রাজ্য সরকার রাজ্যের কৃষি খাতে বিপুল অর্থ ব্যয় করে থাকে। কিন্তু স্থানীয় বি এল ডব্লিউ স্টোর থেকে সার, কীটনাশক ঔষধ পাননি বলে জানান ওই প্রান্তিক কৃষক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu