দুইটি বালকের প্রচেষ্টায় উদ্ধার হলো বিরল প্রজাতির প্রাণী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

৭ ফেব্রুয়ারি
সোমবার
পানিসাগর  প্রতিনিধিঃ  রবিবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল শুক্কুর এর দুই 

পুত্র আরিফ উদ্দিন,ও ইমরান উদ্দিন, এক বিরল প্রজাতির প্রাণী ধরে নিয়ে আসে। নিজ বাড়িতে নিয়ে আসার পরে গ্রামবাসীরা জানতে পারে যে আবদুল শুক্কুরের বাড়িতে ভালুক ধরা পড়েছে । ভালো ধরার খবর শুনে বালকটিকে দেখার জন্য আবদুল শুক্কুর এর বাড়িতে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন। শিশু দুটির কাছ থেকে জানা যায় তাদের রাবার বাগানে সন্ধ্যাবেলায় গরু খুঁজতে টর্চ 

হাতে নিয়ে বেরিয়েছিল। বাগানে একটি গাছের উপর টর্চের আলো পড়তে প্রাণীটি বিকট শব্দ করে উঠে। কৌতুহল নিয়ে বালক দুটি গাছে উঠে অনেক প্রচেষ্টা করে প্রাণীটিকে পাকড়াও করতে পেরেছে বলে জানায়।প্রাণীটি দেখে সবাই প্রথমত ভাল্লুক এর শিশু শাবক বলেই মনে করছিলেন। সবাই একে একে ওই প্রাণীটিকে ভালোভাবে দেখেও প্রাণীটি আসলে ভাল্লুক, কিনা বুঝে উঠতে পারছিলাম না। পর মুহূর্তে ঘটনাস্থলে বনবিভাগের কর্মীরা ছুটে আসেন এবং প্রাণীটি 
ভাল্লুক নয় বলে জানান। প্রাণীটি ভাল্লুক সেবক না হলেও একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর বলে ফরেস্ট কর্মীদের দ্বারা সনাক্ত করা হয়। ত্রিপুরার জঙ্গলে লজ্জাবতী বানরের সংখ্যা খুবই কম। সাধারণত এই প্রজাতির বানর কে এখন আর বেশি দেখতে পাওয়া যায় না। বনবিভাগ কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে রৌয়া অভয়ারণ্য নিয়ে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu