সবুজ ত্রিপুরা
৭ ফেব্রুয়ারিসোমবারপানিসাগর প্রতিনিধিঃ পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েত পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সুবোধ গোষ্মামী,পিতা- মৃত চিও রন্জন গোষ্মামীর সুপারি
বাগানটি নাশকতা মুলক ভাবে রাতের অন্ধকারে তচনচ করে দেয় অজ্ঞাত পরিচয় হীন দুস্কিতিরা।ধারালো অস্ত্রের আঘাতে প্রায় ১৬০ টির উপর সুপারি এবং মূল্যবান কলাগাছ কেটে নাশকতা চালায়।বাগান মালিক জানান তিনি বিগত ৪ ফেব্রুয়ারী বিকেলে ঐ বাগানটিতে কাজ সেরে ঘড়ে ফিরে এবং পরদিন সকালে গিয়ে দেখতে পায় সুপারি বাগানের প্রায় আশি শতাংশ গাছ কাটা অবস্হায় পরে রয়েছে।এই দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে পারেনি,তাই বিষয়টি জানানো হয় এলাকার নির্বাচিত
সদস্যদের।এদের পরামর্শ মোতাবেক গতকাল দুপুরে পানিসাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।তিনি জানান বিগত ২০২০ সনের ২৯ ডিসেম্বরে ওনার পাশ্ববর্তী কয়েকটি পরিবারের সাথে রাস্তা সংক্রান্ত জমির বিবাদ কে কেন্দ্র করে ধর্মনগর স্হিত সি,জে,এম,কোর্টে একটি মামলা চলছে এখনো।ওনার দ্বারনা হয়তো বা ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে বাদীপক্ষের অভিযুক্তরাই ঘটিয়েছে এই ধরনের নাশকতা মুলক কাজ।তাই বিষয়টি সুষ্ট তদন্ত ক্রমে খতিয়ে দেখতে তৎকালীন বাদীপক্ষের আট জনের নামে অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন পানিসাগর
থানায়।তবে লিখিত অভিযোগ দায়ের করা হলেও রবিবার দুপুরে সংবাদ সংগ্রহ পর্যন্ত পানিসাগর থানা ঘটনার তদন্ত করতে না আসাতে বাধ্যহয়ে বিষয়টি নিয়ে স্হানীয় সংবাদমাধ্যমের স্মরনাপন্ন হয়।সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্হলে পৌছায় এবং বিষয়টির সত্যতা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করে। এখন দেখার বিষয় এই নিয়ে পানিসাগর থানা কি ভুমিকা গ্রহণ করে।
0 মন্তব্যসমূহ