বিশালগড় পাথালিয়া বাড়ি থেকে তিন নেশা সামগ্রী পাচারকারী আটক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

৭ ফেব্রুয়ারি
সোমবার
বিশালগড়  প্রতিনিধিঃ রবিবার দুপুরে বিশালগড় মহাকুমার পাথালিয়া বাড়ি এলাকা থেকে ৩ নেশা সামগ্রী নিতে এসে এলাকার জনগণের হাতে আটক। ঘটনার 

বিবরণে জানা যায় বিশালগড় ব্লকের পাথালিয়া বাড়ি এলাকা থেকে নান্টু নামে এক যুবকের কাছ থেকে প্রায় সময়ই উপজাতি অংশের যুবকরা নেশা সামগ্রী নিতে আসে তবে অন্য দিনের মতোই রবিবার দুপুরে নেশার ট্যাবলেট নিতে এসে জনতার হাতে আটক তিন যুবক। ঘটনার বিবরণে জানা যায় রবিবার টাকার জলা থানা দিন বিশালগড় ব্লকের পাথালিয়া বাড়ি এলাকায় তিন যুবককে 

আটক করে খবর পাঠায় টাকার জলা থানায়, টাকার জলা থানা পুলিশ এলাকাবাসীর খবর পেয়ে ছুটে আসেন পাথালিয়া বাড়ি এলাকায়  এসে টাকার জলা থানার পুলিশের হাতে তুলে দেন তিন যুবককে। তবে দিন দিন নেশার কবলে ডুবে যাচ্ছে যুবসমাজ এই নেশার কবল থেকে মুক্তি করতে হলে 
সচেতনতা প্রয়োজন রয়েছে। তবে পুলিশের পক্ষে একা নেশা মুক্ত করা সম্ভব নয় অভিভাবকমহল যদি নেশার বিরুদ্ধে অভিযানে না নামেন তাহলে যুবসমাজ আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকারের দিকে তলিয়ে যাবে। প্রত্যেকদিনই নেশার কবলে ডুবে যাচ্ছে যুবসমাজ যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা পেতে অভিভাবকমহল এগিয়ে আসা প্রয়োজন রয়েছে, রাজ্য সরকার একা নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে নেশা মুক্ত ত্রিপুরা করা সম্ভব নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu