আটক করে খবর পাঠায় টাকার জলা থানায়, টাকার জলা থানা পুলিশ এলাকাবাসীর খবর পেয়ে ছুটে আসেন পাথালিয়া বাড়ি এলাকায় এসে টাকার জলা থানার পুলিশের হাতে তুলে দেন তিন যুবককে। তবে দিন দিন নেশার কবলে ডুবে যাচ্ছে যুবসমাজ এই নেশার কবল থেকে মুক্তি করতে হলে
সচেতনতা প্রয়োজন রয়েছে। তবে পুলিশের পক্ষে একা নেশা মুক্ত করা সম্ভব নয় অভিভাবকমহল যদি নেশার বিরুদ্ধে অভিযানে না নামেন তাহলে যুবসমাজ আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকারের দিকে তলিয়ে যাবে। প্রত্যেকদিনই নেশার কবলে ডুবে যাচ্ছে যুবসমাজ যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা পেতে অভিভাবকমহল এগিয়ে আসা প্রয়োজন রয়েছে, রাজ্য সরকার একা নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে নেশা মুক্ত ত্রিপুরা করা সম্ভব নয়।
0 মন্তব্যসমূহ