ঔ অজ্ঞাত পরিচয়ের মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তীতে এলাকার লোকজন শুনতে পায় শান্তিনগর গ্রামের মৃত সুভাষ করের স্ত্রী ৫৫ বছর বয়সি অঞ্জলি কর রবিবার রাত্রিবেলা নিজের মেয়ের সঙ্গে থাকার পর সোমবার সকাল থেকেই নিখোঁজ। পরবর্তীতে মৃতার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে এসে তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে শনাক্ত করে এটি
অঞ্জলি করের মৃতদেহ। মৃতার মেয়ের স্বামী জানিয়েছেন, মৃতার মানসিক সমস্যা ছিল। এবং আগরতলার চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঔষধ সেবন করছিল অঞ্জলি দেবী।তবে কি এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সমস্ত তাই বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে। এখন দেখার বিষয় অঞ্জলি করের মৃত্যুর রহস্যের কূল- কিনারা কবে নাগাদ করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ