পঞ্চাশ ঊর্ধ্বো মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

৭ ফেব্রুয়ারি
সোমবার
পানিসাগর  প্রতিনিধিঃ সাত সকালে নদীর পার্শ্ববর্তী এলাকায় পঞ্চাশ ঊর্ধ্বো মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানা 

এলাকার শান্তিনগর গ্রামে সোমবার সাতসকালে।খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানা এলাকার শান্তিনগর  গ্রামের মানুষজন সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষ করে নদীর চরে এক অজ্ঞাত পরিচয় মহিলার আগুনে ঝলসানো মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তর এবং তেলিয়ামুড়া থানায়। পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 

ঔ অজ্ঞাত পরিচয়ের মহিলার ঝলসানো মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তীতে এলাকার লোকজন শুনতে পায় শান্তিনগর গ্রামের মৃত সুভাষ করের স্ত্রী ৫৫ বছর বয়সি অঞ্জলি কর রবিবার রাত্রিবেলা নিজের মেয়ের সঙ্গে থাকার পর সোমবার সকাল থেকেই নিখোঁজ। পরবর্তীতে মৃতার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে এসে তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে শনাক্ত করে এটি 
অঞ্জলি করের মৃতদেহ। মৃতার মেয়ের স্বামী জানিয়েছেন, মৃতার মানসিক সমস্যা ছিল। এবং আগরতলার চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঔষধ সেবন করছিল অঞ্জলি দেবী।তবে কি এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সমস্ত তাই বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে। এখন দেখার বিষয় অঞ্জলি করের মৃত্যুর রহস্যের কূল- কিনারা কবে নাগাদ করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu