বাগ দেবীর পূজোর বাজার হয়ে উঠল জমজমাট এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়ায়-Sabuj Tripur

 

সবুজ ত্রিপুরা 

৪ ফেব্রুয়ারি
শুক্রবার
তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজো অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েক ঘন্টা পর। আর সেই 

কারণে করুনার বিধিনিষেধের আদ্যশ্রাদ্ধ করে বাগ্ দেবীর পূজোর বাজার হয়ে উঠল জমজমাট এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়া হাট-বাজারে শুক্রবার সকাল থেকেই।আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা এরপরই প্রতিটি স্কুল- কলেজ  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা 

মাতোয়ারা হয়ে উঠবে বাগ্ দেবী  বন্দনায়। আর সে কারণেই করুনার বিধিনিষেধের আদ্যশ্রাদ্ধ করে মুখে মাক্স ছাড়াই কাতারে কাতারে জন ঢল নেমেছে তেলিয়ামুড়া হাট-বাজারে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ফলমূল ও প্রতিমার দাম আকাশছোঁয়া হলেও ক্রেতারা নিজেদের সাধ্য মতো দ্রব্যাদি ক্রয় করছেন। তবে মৃৎশিল্পীদের অভিমত দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিমার দাম সেই হারে বৃদ্ধি পায়নি। তবে প্রতিমা তৈরীর আনুষঙ্গিক জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হওয়ার  কারণে  বেশি দামে বিক্রি করতে হচ্ছে প্রতিমা। 
তবে মৃৎ শিল্পীদের ভাষায়,,করুণা মহামারীর কারণে তেমন উৎসোক নয় পুজো উদ্যোক্তারা পুজো করতে। তবে ক্রেতা সাধারণের বক্তব্য,, বড়ো প্রতিমার তুলনায় ছোট প্রতিমার দাম কম হওয়ার কারণে ছোট প্রতিমা ক্রয় করেই ঘরমুখী হচ্ছেন ক্রেতাসাধারণ। তবে ফল ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়,, বর্তমানের দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ফল-মূলের দামও গগনচুম্বী।তবে সব মিলিয়ে বলা চলে শুক্রবার তেলিয়ামুড়া হাটবারের দিনে বিদ্যার দেবী সরস্বতী পুজোর বাজারে ক্রেতা সাধারণের উপচেপড়া ভিড় দেখে অভিজ্ঞ মহল মনে করছেন এর থেকে ছড়াতে পারে করুনার গোষ্ঠী সংক্রমণ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu