সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যায়।রাএি প্রায় পনে একটা নাগাদ দোকান ঘরের মালিক সঞ্জিব বাবুকে ফোন মারফৎ দোকানে আগুন লাগার বিষয়টি জানান।খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসলেও ততক্ষণে সবকিছুই শেষ।ঘটনার পর পরই খবর পাটানো হয় পানিসাগর ফায়ার সার্ভিসে।ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও দোকানের কোন মাল পএ বাঁচানো সম্ভব হয় নি।দোকানের দরজা বন্ধ
থাকাতে আগুন বাহিরে ছড়াতে না পেরে ঘরের ভীতরে থাকা সমস্হ কিছু পুরে ছাই হয়ে যায়।খবর পেয়ে ছুটে আসে পানিসাগর থানার পুলিশ।দোকান মালিক সঞ্জিব নাথ জানান বিগত কিছুদিন পুর্বে পানিসাগর নগর পঞ্চায়েত উদ্দ্যোগে দোকানটির একটি ফায়ার ইন্সুইরেন্স করে থাকার দরুন, বিষয়টি তড়িগড়ি নগর পঞ্চায়েত দপ্তরকে অবগত করেন।এই মর্মে গতকাল দুপুরে পানিসাগর নগর পন্চায়েত দপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্হলে পৌছায় এবং ফায়ার ইন্সুইরেন্স সম্পর্কিত তদন্ত কার্য সম্পন্ন করে।নগর পঞ্চায়েত দপ্তর থেকে ইন্সুইরেন্স কোম্পানি মারফৎ ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সাধ্যমতো ক্ষতি পুরনের আশ্বাস প্রদান করেন।দোকান মালিক জানান আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান প্রায় চার পাঁচ লক্ষাধিক টাকার উপর হবে।
0 মন্তব্যসমূহ