বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তর অফিসের ল্যান্ডফোন বিকল জনমনে ক্ষোভ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

৩ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার
বিশালগড় প্রতিনিধিঃ সংবাদে জানা যায় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তর অফিসের ল্যান্ড ফোন গতকাল অর্থাৎ রোজ বুধবার বিকেল ৩ ঘটিকার থেকে ল্যান্ড ফোন বিকল 

হয়ে থাকে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণের। অভিযোগ গতকাল রাত্রি এগারোটা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত এসডিএম অফিস সংলগ্ন এলাকায় এবং গোকুলনগর রাস্তারমাথা এলাকায় দুর্ঘটনা ঘটে পরবর্তী সময় এলাকার 

জনগণ ফোন করে অগ্নিনির্বাপক অফিসে কিন্তু অগ্নিনির্বাপক অফিসের ল্যান্ডফোন বিকল হওয়ার কারণে কোনরকম ভাবে যোগাযোগ করতে পারছে না জনগণ। পরবর্তী সময়ে কন্ট্রোল রুমে জানানোর পর দুর্ঘটনা হওয়ার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা কিন্তু দমকলকর্মীরা আসার আগেই স্থানীয গাড়ি করে নিয়ে যেতে 
হয় আর শীত দমকল কর্মীরা ঘটনাস্থলে আসলে জনগণের জনরোষে পড়তে হয় সেই বিষয়ে বুধবার রাত্রি এগারোটা ত্রিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অগ্নিনির্বাপক দপ্তর অফিসে গেলে পুরো ঘটনা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। যদি জরুরী পরিষেবা এই ধরনের হয় তাহলে সাধারন জনগনের কী হবে তা নিয়ে উঠছে প্রশ্ন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu