অনুষ্ঠানের শুরুতেই স্মরন উৎসব কে কেন্দ্র করে চলবে পুজার্চনা পর্ব।প্রতি বৎসরের ন্যায় এবার ও নবাগত প্রায় পন্চাশ জনের মতো ভক্তদের দীক্ষা দান পর্ব অনুষ্ঠিত হবে।সমস্হ দিন ব্যাপি চলবে পুজার্চনা এবং গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কীর্তন অনুষ্ঠান।এছাড়াও বিভিন্ন প্রকার মাঙ্গলিক আচার অনুষ্টানের মধ্য দিয়ে দিনটিকে যথাযথ মর্যাদায় সহিত পালন করা হবে।উৎসবে আগত প্রায় পনেরোশো পুন্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরনের লক্ষমাএা নির্ধারন করা হয়েছে।সমিতির পক্ষ থেকে জানানো হয় যে,দীক্ষা পর্ব সমাপ্তিতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিএ গ্রন্থ গীতা
পাঠের আয়োজন করা হয়েছে।তবে বিগত বৎসর গুলির ন্যায় রাজ্য সরকার কতৃক কোভিড বিধি লাগুর কারনে অনেকটাই আরম্বরের পর্ব বাদ দেওয়া হয়েছে।তবুও বিগত প্রতি বৎসরের ন্যায় এবছরও স্হানীয় ভক্তবৃন্ধদের সংগ্রহের অনুদানের মাধ্যমে প্রায় দেড় লক্ষাধিক টাকার বাজেট নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ