শ্রী শ্রী রাধারমন সেবা সমিতির উদ্দ্যোগে ১০৭ তম আবির্ভাব তিথির স্মরন উৎসব উদযাপন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ ফেব্রুয়ারি
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগরস্হিত শ্রী শ্রী রাধারমন সেবা সমিতির উদ্দ্যোগে ১০৭ তম আবির্ভাব তিথির স্মরন উৎসব উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপি 

বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠান কে কেন্দ্র করে আজ সন্ধ্যায় সমিতির ভক্ত বৃন্ধরা প্রথম দিনের শুভ শুচনা কল্পে অধিবাস কীর্তনের প্রাক্কালে  জল ভরা অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে সুসম্পন্ন করেন।পরবর্তীতে অধিবাস কীর্তনের মাধ্যমে প্রথম দিনের অধিবাস অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।সমিতির ভক্তবৃন্ধরা জানান,আজ সকাল আট ঘটিকা থেকে শুরু হবে মন্দির প্রাঙ্গনে শুভ বাৎসরিক স্মরন উৎসবের অনুষ্টান পর্ব।

অনুষ্ঠানের শুরুতেই স্মরন উৎসব কে কেন্দ্র করে চলবে পুজার্চনা পর্ব।প্রতি বৎসরের ন্যায় এবার ও নবাগত প্রায় পন্চাশ জনের মতো ভক্তদের দীক্ষা দান পর্ব অনুষ্ঠিত হবে।সমস্হ দিন ব্যাপি চলবে পুজার্চনা এবং গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং কীর্তন অনুষ্ঠান।এছাড়াও বিভিন্ন প্রকার মাঙ্গলিক আচার অনুষ্টানের মধ্য দিয়ে দিনটিকে যথাযথ মর্যাদায় সহিত পালন করা হবে।উৎসবে আগত প্রায় পনেরোশো পুন্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরনের লক্ষমাএা নির্ধারন করা হয়েছে।সমিতির পক্ষ থেকে জানানো হয় যে,দীক্ষা পর্ব সমাপ্তিতে হিন্দু ধর্মাবলম্বীদের পবিএ গ্রন্থ গীতা 
পাঠের আয়োজন করা হয়েছে।তবে বিগত বৎসর গুলির ন্যায় রাজ্য সরকার কতৃক কোভিড বিধি লাগুর কারনে অনেকটাই আরম্বরের পর্ব বাদ দেওয়া হয়েছে।তবুও বিগত প্রতি বৎসরের ন্যায় এবছরও স্হানীয় ভক্তবৃন্ধদের সংগ্রহের অনুদানের মাধ্যমে প্রায় দেড় লক্ষাধিক টাকার বাজেট নিয়ে অনুষ্ঠানটি সঞ্চালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu