বিশালগড় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হলো ব্রীজ চৌমুহনি এলাকা। রাজ্যের দক্ষিণগামী সমস্ত গাড়ি যেমন সাব্রুম, মনুবাজার, বিলোনিয়া, শান্তিরবাজার থেকে শুরু করে উদয়পুর অমরপুর, করবুক, সোনামুড়া, বক্সনগর এর যাত্রী দের এই ব্রীজ চৌমুহনি হয়েই যেতে হয়। অথচ এই গুরত্বপূর্ন স্থানে দেখা মেলেনি কোনো ট্রাফিক কর্মীর। বাধ্য হয়ে সাধারণ মানুষকে করতে হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কলেজ পড়ুয়া জানায়
0 মন্তব্যসমূহ