অফিস টাইমে প্রবল যানজট বিশালগড় চৌমুহনিতে নেই কোন ট্রাফিক ব্যবস্থা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ ফেব্রুয়ারি
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ  অফিস টাইমে প্রবল যানজট বিশালগড় চৌমুহনিতে নেই কোন ট্রাফিক ব্যবস্থা। বিপাকে অফিস কর্মী, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে রাজ্যের দক্ষিণ প্রান্ত থেকে রাজধানীগামী যাত্রীরা। অভিযোগ 

বিশালগড় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হলো ব্রীজ চৌমুহনি এলাকা। রাজ্যের দক্ষিণগামী সমস্ত গাড়ি যেমন সাব্রুম, মনুবাজার, বিলোনিয়া, শান্তিরবাজার থেকে শুরু করে উদয়পুর অমরপুর, করবুক, সোনামুড়া, বক্সনগর এর যাত্রী দের এই ব্রীজ চৌমুহনি হয়েই যেতে হয়। অথচ এই গুরত্বপূর্ন স্থানে দেখা মেলেনি কোনো ট্রাফিক কর্মীর। বাধ্য হয়ে সাধারণ মানুষকে করতে হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কলেজ পড়ুয়া জানায় 

কলেজে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে দাড়িয়ে থেকেও যানজটের জন্য গাড়িতে উঠতে পারছে না। তাছাড়া এই যানজট নিয়ন্ত্রণের জন্য এই এলাকায় কোন ট্রাফিক কর্মী নেই বলেও অভিযোগ করে উক্ত কলেজ পড়ুয়া।ট্রাফিক 
দপ্তরের কর্মীদের খাম খেয়ালিপনার দরুন ভুগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনদের। তাছাড়াও বিশালগড় ট্রাফিক ইউনিটে মাত্র ১৯জন যার দুর্বলতার জেরে নিত্যদিন ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। এর জেরে কোথাও কারোর প্রাণ দিয়ে, তো কোথাও কাউকে আবার হাত পা ভেঙ্গে স্বাভাবিক জীবন বিসর্জন দিয়ে খেসারত দিতে হচ্ছে। এখন দেখার কবে নাগাদ হুস ফেরে বিশালগড় ট্রাফিক ইউনিটের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu