বছর শেষে হরিনাম সংকীর্তন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীযুক্ত চূড়ামণি সিহনা, নেহারি নাত, উমেশ সূত্রধর সুধন্য কুমার নাথ,। তৎসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহৎ এলাকার প্রবীণ নাগরিক বৃন্দাবন। সবাইকে কীর্তন কমিটির পক্ষ থেকে মাল্যদান ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। জলাবাসা শিব মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর হরিনাম সংকীর্তন এবছর বিভিন্ন রাজ্য
থেকে কীর্তনীয়া দল অংশগ্রহণ করছেন। শিব মন্দির প্রাঙ্গনের এই হরিনাম এই হরিনাম যজ্ঞ ও লীলা কীর্তন এ রয়েছে রাজ্য বহি রাজ্য থেকে আগত কীর্তনীয়া দলরা উপস্থিত হয়েছেন।এলাকাবাসীরা আশাবাদী যে এবছরের কীর্তনীয়া দলের সুরেলা কন্ঠে হরিনাম সংকীর্তন মধুর থেকে মধুরতম হবে বলে আশাবাদী।
0 মন্তব্যসমূহ