কোভিদ বিধি পালন করে সাড়ম্বরে শুরু হলো ২৪ প্রহর শ্রীশ্রী নাম যজ্ঞ লীলা কীর্তন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৭ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার
পানিসাগর প্রতিনিধিঃ ১৬ ই ফেব্রুয়ারি বুধবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহাকুমার অন্তর্গত জলাবাসা শিববাড়ি প্রাঙ্গণে বিগত বছরের ২০ বছরের ন্যায় এ বছরও 

সরকারি কবি পালন করে ২৪ প্রহর শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন এর শুভ অধিবাস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় প্রদীপ হাতে নিয়ে এলাকার মা-বোনদের উপস্থিতিতে এক বিশাল রেলি এর মাধ্যমে জলভরা অনুষ্ঠান করা হয়। তারপর মূহূর্তে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অধিবাস এর শুভ উদ্বোধন করেন এলাকার প্রবীণ নাগরিকদের মধ্য থেকে সভাপতিমণ্ডলীর দেড় হাত ধরে। এ 

বছর শেষে হরিনাম সংকীর্তন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীযুক্ত চূড়ামণি সিহনা, নেহারি নাত, উমেশ সূত্রধর সুধন্য কুমার নাথ,। তৎসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহৎ এলাকার প্রবীণ নাগরিক বৃন্দাবন। সবাইকে কীর্তন কমিটির পক্ষ থেকে মাল্যদান ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। জলাবাসা শিব মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর হরিনাম সংকীর্তন এবছর বিভিন্ন রাজ্য 
থেকে কীর্তনীয়া দল অংশগ্রহণ করছেন। শিব মন্দির প্রাঙ্গনের এই হরিনাম  এই হরিনাম যজ্ঞ ও লীলা কীর্তন এ রয়েছে রাজ্য বহি রাজ্য থেকে আগত কীর্তনীয়া দলরা উপস্থিত হয়েছেন।এলাকাবাসীরা আশাবাদী যে এবছরের কীর্তনীয়া দলের সুরেলা কন্ঠে হরিনাম সংকীর্তন মধুর থেকে মধুরতম হবে বলে আশাবাদী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu