কদমতলা প্রতিনিধিঃ ৩৫ বছর পর ফের একবার অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে অসমের করিমগঞ্জ জেলার তিলভুম দূর্গা মন্ডপে ।
এই চা বাগিচা অঞ্চলে হরিনাম সংকীর্তনে ভক্তদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।আর্থিক কারণে দীর্ঘকাল বন্ধ থাকে নাম সংকীর্তন।অবশেষে এলাকার ভক্তবৃন্ধরা সিদ্ধান্ত গ্রহন করেন যে এবার তারা নাম সংকীর্তনের আয়োজন করবেন। মঙ্গলবার থেকে শুরু হয়েছে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন।
মোট ৫ টি কীর্তনীয়া দল তাতে অংশ গ্রহন করে। উৎসবকে ঘিরে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন।এই চা বাগিচা অঞ্চলের ভক্তবৃন্ধদের মধ্যে বুধবার দুপুর থেকেই মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এবারের কীর্তন কমিটিতে সত্য নারায়ণ রবিদাস, জয় নারায়ণ কানু, দ্বারা গোয়ালা, চন্দন চন্দ সহ এলাকার বিশিষ্ট নাগরিকদের বিশেষ ভুমিকায় ৩৫ বছর পর ফের একবার হরিনামের ধনি শোনা গেল তিলভুমের দুর্গা বাড়িতে।
0 মন্তব্যসমূহ