এ বিষয় সম্পর্কে অবগত থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করে না বলে এলাকাবাসী সূত্রে অভিযোগ। ফলে এলাকার পরিবেশ রক্ষা করতে এবং সমাজের বুকে বেড়ে উঠা নেশা নামক জঞ্জাল কে পরিষ্কার করতে এলাকার সচেতন নাগরিকরা ময়দানে অবতীর্ণ হল বৃহস্পতিবার। তেলিয়ামুড়া শহরজুড়ে ড্রাগস ব্যবসার বাড়বাড়ন্ত থাকলেও তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষের সম্বিৎ ফিরে আসছে না বলে অভিযোগ। ফলে সকাল থেকে সন্ধ্যা গোটা শহর জুড়ে ড্রাগস পাচারকারী এবং সেবনকারীদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ
এলাকার জনগণ।শেষমেষ বৃহস্পতিবার তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ড তথা সাহা বেকারি সংলগ্ন এলাকা থেকে ড্রাগস কিনতে আসা দুই উপজাতি যুবককে এলাকার সচেতন নাগরিকরা পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।এখন দেখার বিষয় জগদম্বার মতো বসে থাকা তেলিয়ামুড়া থানার পুলিশ কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে এখন সমাজের সচেতন নাগরিক মহল।
0 মন্তব্যসমূহ