সর্বনাশা নেশা ড্রাগসের করাল গ্রাসে ধ্বংস হচ্ছে বর্তমান যুবসমাজ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৭ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ সর্বনাশা নেশা ড্রাগসের করাল গ্রাসে ধ্বংস হচ্ছে বর্তমান যুবসমাজ। আর এই সর্বনাশা নেশার কারণেই বেঘোরে প্রাণ যাচ্ছে শত শত নব প্রজন্মের তরুণদের। 

আর অধিকাংশ ক্ষেত্রেই অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করতে দেখা যায় ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি কলার্স প্রাপ্ত পুলিশ বাবুদের। আর এই সর্বনাশা ড্রাগসের করাল গ্রাস থেকে বর্তমান সমাজকে রক্ষা করতে এবার এগিয়ে এলো সমাজের সচেতন নাগরিকরা।খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানা এলাকার ১৫ নং ওয়ার্ড তথা তেলিয়ামুড়ার সাহা বেকারি সংলগ্ন এলাকাটি দীর্ঘদিন ধরেই ড্রাগস ব্যাবসার  আখড়ায় পরিণত হয়েছে। তেলিয়ামুড়া থানার থানা বাবুরা 

এ বিষয় সম্পর্কে অবগত থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করে না বলে এলাকাবাসী সূত্রে অভিযোগ। ফলে এলাকার পরিবেশ রক্ষা করতে এবং সমাজের বুকে বেড়ে উঠা নেশা নামক জঞ্জাল কে পরিষ্কার করতে এলাকার সচেতন নাগরিকরা ময়দানে অবতীর্ণ হল বৃহস্পতিবার। তেলিয়ামুড়া শহরজুড়ে ড্রাগস ব্যবসার বাড়বাড়ন্ত থাকলেও তেলিয়ামুড়া থানা কর্তৃপক্ষের সম্বিৎ ফিরে আসছে না বলে অভিযোগ। ফলে সকাল থেকে সন্ধ্যা গোটা শহর জুড়ে ড্রাগস পাচারকারী এবং সেবনকারীদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ 

এলাকার জনগণ।শেষমেষ বৃহস্পতিবার  তেলিয়ামুড়া পৌর পরিষদের ১৫ নং ওয়ার্ড তথা সাহা বেকারি সংলগ্ন এলাকা থেকে ড্রাগস কিনতে আসা দুই উপজাতি যুবককে এলাকার সচেতন নাগরিকরা পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।এখন দেখার বিষয় জগদম্বার মতো বসে থাকা তেলিয়ামুড়া থানার পুলিশ কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে এখন সমাজের সচেতন নাগরিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu