কিছুক্ষন পুর্বেই পাশের ঘড়ে থাকা গরু গুলিকে রাএিতে খাবার খাইয়ে নিজ ঘড়েতে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে কিছুটা শব্দ শুনতে পেয়ে ঘড় থেকে বাইরে এসে দেখতে পায় যে,পাশের ঘড়ে দাঔ দাঔ আগুন জ্বলছে।তাদের আর্তচিৎকারে পাশ্ববর্তী আস পাশের লোকজন ছুটে আসে এবং তড়িঘড়ি খবর পাটায় পানিসাগর ফায়ার সার্ভিসে।খবর পাওয়া মাএ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসত ঘড়টি বাঁচাতে পারেনি।বাড়ি মালিক আরতি নাথ অভিযোগ করেন যে,বিগত কিছুদিন পুর্বে পাশ্ববর্তী বাড়ির সাগর নাথ,পিতা- মৃত বিরেন্দ্র নাথর সহিত কুকুর পালন কে ঘিরে ছোট খাটো মতবিনিময় ঘটে।এমনকি গতকাল সাগরের কুকুর ঐ বাড়িতে গিয়ে খাবারে মুখ দেওয়াকে কেন্দ্র করে সাগরের সাথে কথা কাটাকাটি হয়।এরই পরিপ্রেক্ষিতে হয়তোবা সাগর এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন। অভিযুক্ত সাগরের বিরুদ্ধে বিগত কিছু দিন পুর্বেও পারিবারিক কলহের জের ধরে পাশ্ববর্তী একটি বাড়িতে থাকা অটোতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছ।যদিও এই নিয়েও
সাগরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।এছাড়াও বার কয়েক স্হানীয় এলাকায় গরু,ছাগল চুরি থেকেশুরু করে বাড়িঘড়ে চুরির অভিযোগে পানিসাগর থানায় বেশ কয়েকটি মামলা নথিভুক্ত রয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবার সুএে অভিযোগ আজকে দিনের বেলায় কুকুর সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাড়ির সাগরের সাথে আরতি দেবির পরিবারের মনোমালিন্য ঘটার পরিপ্রেক্ষিতে ইচ্ছেকৃত ভাবেই সাগর এই নাশকতা মুলক আগুন ধরিয়ে দেয়।উক্ত নাশকতা মুলক আগুনে আরতি দেবির প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ