অবৈধ বালির কাজে ব্যবহৃত দুই দুইটি বালি বোঝাই গাড়ীকে আটক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ ফেব্রুয়ারি
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়ায় এক প্রকার ঢাল তলোয়ার হীন বন দপ্তরের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। 

এবার নবতম সংযোজন অবৈধ বালির কাজে ব্যবহৃত দুই দুইটি বালি বোঝাই গাড়ীকে আটক করে তেলিয়ামুড়া বনবিভাগের অফিসে নিয়ে আসে বন কর্মীরা ।এই খবর চাউর হতেই, জনমানসে গুঞ্জন তৈরি হয়েছে। তেলিয়ামুড়ায় যে অবৈধ বালু পাচার অব্যাহত রয়েছে এটা আবারো প্রমাণিত হলো মঙ্গলবার। সূত্রের খবর প্রবল শক্তিধর বালি মাফিয়াদের চাপ আসছে এই অবৈধ বালির গাড়িগুলিকে 

ছেড়ে দেওয়ার জন্য। অন্যদিকে  এ বিষয়টা নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ বনবিভাগের কর্মীরা।ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া জুম বাড়ি সহ বিস্তীর্ণ এলাকার বালুর গুণগতমান ভালো হওয়ার দরুন,এই বালুর বাজারের চাহিদাও বেশি। দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়ার জুম বাড়ি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বালু ব্যবসায়ীরা বালুর ব্যবসা করছেন। কখনো বৈধ পথে আবার কখনো অবৈধ পথে। বিভিন্ন অদৃশ্য শক্তির আশীর্বাদে বালি মাফিয়ারা এতটাই বলীয়ান  যে কোনভাবেই বন দপ্তরকে তোয়াক্কা করছেন না। 

মঙ্গলবার যথারীতি বন দফতরের কর্মীরা রুটিন পেট্রোলিং এর সময় জুমবাড়িতে দু-দুটি অবৈধভাবে বালু পাচারকারী গাড়ীকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নিজেদের হেফাজতে নিয়ে নেয় বনকর্মীরা।কিন্তু এ বিষয়ে কি কারনে সাংবাদিকদের ক্যামেরার সামনে বনকর্মীরা মুখ খুলতে চাইছে না? এই ঘটনা নিয়ে বন দপ্তরের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। নাকি এর পেছনে রয়েছে বিরাট অংকের খেলা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu