গাড়ির ধাক্কায় দূর্ঘটনা স্তলে মৃত্যু রুপক দাসের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৬ ফেব্রুয়ারি
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ ১২ ই ফেব্রুয়ারি রাএি আনুমানিক বারোটা নাঘাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা হাসপাতাল সংলগ্ন দুই নং ওয়ার্ডের বাসিন্দা রুপক দাস, 

পিতা- মৃত বিধুভুষন দাস কে জলেবাসা বাজার থেকে বাড়িতে ফেরার পথে হাসপাতাল সংলগ্ন জলেবাসা দামছড়া প্রধান সড়কের উপর দামছড়ার দিক থেকে জলেবাসা অভিমুখে আসা প্রচন্ড গতিতে একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে দূর্ঘটনা স্হল থেকে পালিয়ে যায়।দূর্ঘটনার সময় দুর থেকে রুপকের স্ত্রী দূর্ঘটনার কিছুটা আচ করতে পেয়ে রাএি অনেকটা হওয়াতে মেয়েকে নিয়ে স্বামীর খোঁজে বাড়ি থেকে রাস্হায় বের হয়ে কিছুটা এগোতেই রাস্তার পাশে রুপকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখতে পায়।স্বামীকে রক্তাক্ত অবস্হায় 

দেখতে পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে স্ত্রী ও কন্যা।তাদের চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন ছুটে আসে এবং তড়িঘড়ি রক্তাক্ত অবস্হায় তাকে পাশ্ববর্তী জলেবাসা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।পরবর্তীতে দূর্ঘটনা জনিত মৃত্যুর কারনে আইনি প্রথা অনুযায়ী মৃতদেহ পানিসাগর মহকুমা 

হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।পুলিশ সুএে জানা গেছে শনিবার দুপুরে মৃতদেহের ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হবে।এই মর্মে পানিসাগর থানা একটি দূর্ঘটনা জনিত মৃত্যুর মামলা নিয়ে অভিযুক্ত গাড়িটির বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রেখে চলেছেন বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu