গাড়িটি আটক করে তল্লাশি করতেই গাড়ি থেকে চার হাজার বোতল ফেন্সিডিল বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে চালক শ্রীমন্ত বরুয়াকে আটক করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো AS01NC-3916 নম্বরের অপর আরেকটি কন্টেইনার গাড়িকে তল্লাশি করেও একইভাবে তিন হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সঙ্গে চালক
লরিক রামকে আটক করা হয়েছে।গাড়ি দুটিই রাজধানী আগরতলার উদ্দেশে যাওয়ার জন্য আসছিলো। দুটি গাড়ি থেকে মোট সাত হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে যার বাজারমূল্য প্রায় চৌদ্দ লক্ষ টাকা। এনডিপিএস আইনে মামলা নিয়ে দুজন চালককে করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ইনচার্জ নিরঞ্জন দাস।
0 মন্তব্যসমূহ