চুরের দলের হানায় সর্বস্বান্ত হলো এক পরিবার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৪ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার
কদমতলা  প্রতিনিধিঃ আবারো চুরের দলের হানায় সর্বস্বান্ত হলো এক পরিবার। চুরি যাওয়া পরিবারটিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার দিন ছিল শুভ মঙ্গলাচরণের অনুষ্ঠান। 

মঙ্গলাচরণের আগের রাতেই অর্থাৎ বুধবার রাতেই চোরের দল নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চুরের দল। এখন ওই সর্বহারা পরিবারটি রাস্তায় বসার উপক্রম। জানা গেছে, কদমতলা থানা এলাকার বাঘন গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ 

শৈলেন্দ্রনাথের স্ত্রী সুমতি নাথ উনার মেয়ের বিয়ের জন্য দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ সত্তর হাজার টাকা নিজের ঘরে গচ্ছিত রাখেন। সেই মোতাবেক বৃহস্পতিবার ছিল শুভ মঙ্গলাচরণ। কিন্তু বুধবার গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ দুটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোরের দল। বৃহস্পতিবার সকালবেলা 

চুরি হওয়ার ঘটনা বুঝতে পেরে বাড়ির লোকজনদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। খবর দেওয়া হয় কদমতলা থানায়। পুলিশ ছুটে এসে প্রাথমিক তদন্ত করে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করছে। তবে এইভাবে প্রায় প্রত্যেক দিন কদমতলা থানা এলাকায় চোরের দল এলাকার গৃহস্থদের সর্বস্বান্ত করে নিয়ে গেলেও পুলিশ বাবুরা কিছুই করতে পারছেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu