নাশকতার আগুনে পুড়ে ছাই একটি মারুতি গাড়ী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৪ ফেব্রুয়ারি
বৃহস্পতিবার
বিশালগড়  প্রতিনিধিঃ নাশকতার আগুনে পুড়ে ছাই একটি মারুতি গাড়ী বুধবার গভীর রাত ১:৩০ মিনিটে চিকনছড়া ১ নং 

ওয়ার্ডে যোগীরাম পাড়া অঙ্গনারী সেন্টারের মাঠে। সংবাদে প্রকাশ আগরতলা জিরানিয়া থেকে অরুণ দেববর্মা চিকনছড়া ১ নং ওয়ার্ডে যোগীরাম পাড়া শ্বশুর বাড়িতে TR01AE0741 একটি মারুতি গাড়ি নিয়ে বেড়াতে আসেন। মারুতি গাড়িটি যোগী রামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রেখে সকালে 

খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন বুধবার রাত ১:৩০ মিনিটে হঠাৎ করে মারুতি গাড়িতে আগুন দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসেন কিশোর দেববর্মা সহ অন্যান্যরা, খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ 
অগ্নিনির্বাপক দপ্তরের খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের ছুটে যান, এবং আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই একেবারে মারুতি গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় ।ঘটনাস্থলেই বিশ্রামগঞ্জ থানার পুলিশ, তবে কি কারণে কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা নিয়ে সন্দিহান এমনটিই জানান অরুণ দেববর্মার শ্বশুরবাড়ির লোকজন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu