বিশেষ করে নেশার বিরুদ্ধে এই অভিযান বলে জানান চুড়াইবাড়ি থানার সেকেন্ড ওসি হারাধন বোস। পাশাপাশি আরও জানান, এই দুদিনের স্পেশাল তল্লাশি ছাড়াও প্রতিদিনই তাদের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
ইদানিং ত্রিপুরা রাজ্য থেকে বহু কোটি টাকার গাঁজা বহিঃরাজ্যে পাচারের সময় অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক হয়েছে। তাছাড়া চুড়াইবাড়ি থানায় এক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। তাই নেশা কারবারিদের দৌরাত্ম্যে লাগাম টানতে পুলিশের এই স্পেশাল অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ