দু'দিনব্যাপী স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুসারে স্পেশাল তল্লাশি ব্যবস্থা শুরু হয়েছে চুরাইবাড়ি থানায়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

১৪ ফেব্রুয়ারি
সোমবার
কদমতলা প্রতিনিধিঃ দু'দিনব্যাপী স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুসারে স্পেশাল তল্লাশি ব্যবস্থা শুরু হয়েছে চুরাইবাড়ি থানায়। এমনিতে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে থানার নাকা পয়েন্টে। 

এছাড়াও ১২ ও ১৩ই ফেব্রুয়ারি রাজ্যের পুলিশ সদর দপ্তর থেকে স্পেশাল চেকিন এর নির্দেশ জারি করা হয়েছে। সেই নির্দেশ অনুসারে ত্রিপুরা রাজ্য থেকে বেরিয়ে যেতে প্রতিটি গাড়িকেই চিরুনি তল্লাশি করা হচ্ছে। তাছাড়া অসম সহ অন্যান্য যেকোনো রাজ্য থেকে ছোট-বড় যে কোন গাড়ি রাজ্যে প্রবেশ করতেই গাড়িগুলোকে আটক করা হচ্ছে। চলছে জোরদার তল্লাশি ব্যবস্থা। 

বিশেষ করে নেশার বিরুদ্ধে এই অভিযান বলে জানান চুড়াইবাড়ি থানার সেকেন্ড ওসি হারাধন বোস। পাশাপাশি আরও জানান, এই দুদিনের স্পেশাল তল্লাশি ছাড়াও প্রতিদিনই তাদের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। 
ইদানিং ত্রিপুরা রাজ্য থেকে বহু কোটি টাকার গাঁজা বহিঃরাজ্যে পাচারের সময় অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক হয়েছে। তাছাড়া চুড়াইবাড়ি থানায় এক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। তাই নেশা কারবারিদের দৌরাত্ম্যে লাগাম টানতে পুলিশের এই স্পেশাল অভিযান অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu