নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আত্মনির্ভর ভারত গড়তে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

১৪ ফেব্রুয়ারি
সোমবার
কদমতলা প্রতিনিধিঃ  উত্তর ত্রিপুরা জেলার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে কদমতলা ব্লকের অধীন সবুজ কেন্দ্রের ব্যবস্থাপনায় আত্মনির্ভর ভারত গড়তে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মশালাটি শনিবার দুপুর বারোটায় দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে আয়োজন করা হয়। প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার সূচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। তারপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্প ও মাল্য দান করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী। 

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ কেন্দ্র ক্লাবের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুনীল নাথ। মূলতঃ প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে সবুজ কেন্দ্রের এই প্রয়াস। কদমতলা ও সরসপুর এলাকার যুবক যুবতীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আত্মনির্ভর হতে গেলে কিভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই বিষয়ে নেহেরু 
যুব কেন্দ্রর প্রোগ্রাম অফিসার শর্মিষ্ঠা ভট্টাচার্য বিস্তারিত আলোচনা করেন। এভাবে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে সবুজ কেন্দ্র তাদের চেতনার জানান দিয়ে থাকে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu