শ‌নিছড়ার কুখ্যাত চোরকে আটক করে ‌ত্রিপুরা পু‌লি‌শের হা‌তে সম‌ঝে দিল পাথারকা‌ন্দি‌ পু‌লিশ-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

২৩ ফেব্রুয়ারি
বুধবার
কদমতলা প্রতিনিধিঃ অসম-‌ত্রিপুরা রাজ‌্য সীমা‌ন্তের উত্তর ত্রিপুরা জু‌ড়ে ত্রাস সৃ‌ষ্টিকা‌রি পলাতক এক দা‌গী চোর‌কে অব‌শে‌ষে পাকড়াও 

ক‌রে ত্রিপুরা পু‌লি‌শের হা‌তে সম‌ঝে দিল পাথারকা‌ন্দি পু‌লিশ।ধৃ‌তের নাম নিয়াজ উ‌দ্দিন।বা‌ড়ি উত্তর ত্রিপুরার শ‌নিছড়া এলাকায়।তা‌কে বি‌শেষ স‌ুত্রের ভি‌ত্তি‌ত্বে সোমবার কাক‌ভো‌রে পাথারকা‌ন্দি থানার ইন্স‌পেক্টর ও‌সি সমর‌জিৎ বসুমাতা‌রির নেতৃ‌ত্বে একদল পু‌লিশ কর্মী অ‌ভিযান চা‌লি‌য়ে স্থানীয় হৈতরখাঁ গ্রা‌মের এক গোপন ডেরা থে‌কে আটক ক‌রেন।
উক্ত অ‌ভিযা‌নে স‌ঙ্গে ছি‌লেন পু‌লি‌শের এসআই এম‌এন সিং সহ পু‌লিশ কর্মী মু‌জিবুর রহমান ও সু‌মেশ সিনহা।প‌রে খবর পে‌য়ে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার এসআই দয়াল চাকমা দলবল নি‌য়ে পাথারকা‌ন্দি‌তে উপ‌স্থিত হ‌লে স্থানীয় পু‌লিশ তার হা‌তে সম‌ঝে দেয় ধৃত নিয়াজ‌কে।এ‌তে উ‌নি জানান যে নিয়াজ এক কুখ‌্যাত চোর।তার না‌মে একা‌ধিক মামলা ঝুল‌ছে ত্রিপুরা পু‌লিশের খাতায়।‌সে সময় সময় আত্ম‌গোপন কর‌তে অসম সহ বরাক উপত‌্যকার বি‌ভিন্ন স্থা‌নে আশ্রয় নি‌য়ে থা‌কে।সম্প্রতি সে এক‌টি মামলায় ত্রিপুরা থে‌কে পা‌লি‌য়ে নি‌জের স্ত্রী‌কে স‌ঙ্গে নি‌য়ে ক‌রিমগ‌ঞ্জের এক‌টি বা‌ড়ি‌তে ভাড়া থাকাত।
এমন খবর জান‌তে পে‌রে ‌ত্রিপুরা পু‌লি‌শের অনু‌রো‌ধে পাথারকা‌ন্দি পু‌লিশ তদ‌ন্তে নে‌মে নিয়াজ‌কে আটক ক‌রে।তা‌কে মঙ্গলবার ধর্মনগর আদাল‌তে সোপর্দ ক‌রে রিমা‌ন্ডে নেওয়ার আ‌বেদন জানা‌বে ত্রিপুরা পু‌লিশ।এ কা‌জে সহ‌যো‌গিতা করায় তি‌নি অসম পু‌লিশ‌কে ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu