সবুজ ত্রিপুরা
২৩ ফেব্রুয়ারিবুধবারপানিসাগর প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর অন্তর্গত জ্বলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়ে সম্পূর্ণ হল সাত দিনব্যাপী রাষ্ট্রীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির'জানা যায় যে চলতি
মাসের ১৪ তারিখ থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিনব্যাপী এই বিশেষ শিবির চলা অবস্থায় স্বচ্ছ ভারত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে সাফাই কর্মসূচি বাস্তবায়িত করা হয়। সাইবার ক্রাইম ,নেশার কুফল, প্লাস্টিক ব্যবহারের অপকারিতা, জল সংকট নিরসনে জলের অপচয় রোধ করা, নিয়মিত শরীরচর্চা যোগাসনে গুরুত্ব, নৈতিক মূল্যবোধের বিকাশ, অপক্ক এর হাত থেকে যুব সমাজকে রক্ষা করা ইত্যাদি বিষয়ের উপর সর্বপেক্ষা গুরুত্ব আরোপ করা হয়। ১৮ -ই ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হয় "রক্তদান শিবির" ছিল
এবারকার শিবিরের বিশেষ আকর্ষণ। বিদ্যালয়ের চারজন স্নাতকোত্তর শিক্ষক এবং তিনজন শিক্ষিকার রক্তদানের মাধ্যমে এই অনুষ্ঠানের স্মরনীয় হয়ে উঠে, বিদ্যালয়ের মোট ১৩ জন ছাত্র-ছাত্রী রক্তদানে অংশগ্রহণ করে, উপস্থিত স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকরা গাইডলাইন অনুসারে ওজন ও বয়স নির্দিষ্ট মাপের না হওয়ায় অনেক উৎসাহী শিক্ষার্থীরা রক্তদানে এগিয়ে আসুন দিতে পারেনি, নতুবা রক্তদাতা সংখ্যা ৫০ পেরিয়ে যেত, সংশ্লিষ্ট এলাকার নাগরিকবৃন্দ,জ্বলাবাসা গ্রাম পঞ্চায়েত, বিদ্যালয় উন্নয়ন কমিটি, প্রধান শিক্ষক এবং এন এস এস এর বর্তমান ও প্রাক্তন প্রোগ্রাম অফিসারদ্বয়ের সহযোগিতায় এই বছরের বিশেষ শিবির উল্লেখযোগ্য প্রভাব বিস্তারে সফল হয়েছে, তৎসঙ্গে শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় জ্বলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়ের মাঠে উদযাপন করা হল ২৩ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত দিবসের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বীর মহাশয়, শিক্ষিকা শ্রাবণী নাথের সুমধুর কন্ঠে পরিবেশিত হয় উদ্বোধনী সংগীত, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কর্তিক পরিবেশিত কবিতা, আবৃত্তি নৃত্য, সঙ্গীত, আলোচনা এই দিবসটির প্রাণবন্ত করে তোলে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, বর্তমান সময়ে মাতৃভাষা চর্চার গুরুত্ব এবং নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষা ও অপরাপর ভাষাগুলির প্রতি সশ্রদ্ধ ভাব পোষণ ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করে তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক অরুন কান্তি দেব
মহাশয়। প্রধান শিক্ষক দীপক বিল মহোদয় উনার আলোচনায় তুলে ধরেন প্রত্যেকের মাতৃভাষার স্বাভিমান রক্ষায় আমাদের শিশু-কিশোর তরুণ-তরুণী প্রজন্মকে মাতৃভাষার প্রতি সক্রিয় ভাবাবেগ ও ভাবাদর্শে উদ্দীপিত করতে না পারলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শুধু একদিনের অনুষ্ঠানের পর্যবসিত হবে মাত্র, কাঙ্খিত সার্থকতা আসবেনা। তাই অনুষ্ঠানের সভাপতি তথা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের ধন্যবাদ সূচক ভাষণের মাধ্যমে মাতৃভাষা দিবস উদযাপনের পরিসমাপ্তি ঘটে।
0 মন্তব্যসমূহ