TR03L -8086 নম্বরের মোটর বাইকটি নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আশে কোন এক কাজের আছিলায়। এমন সময় প্রত্যক্ষ করা গেল দেশের সরকারি প্রতিষ্ঠানের প্রতীক অশোক স্তম্ভ উনার মোটরবাইকের পেছনে সাঁটানো আছে। ফলে উনি যত বারই মোটরবাইকে উঠানামা করেন উনার নিজ পা অশোক স্তম্ভের উপর দিয়ে অতিক্রম করে। এতে অশোক স্তম্ভটির যেমন অবমাননা তেমনি ভারতীয় সংবিধানেরও অবমাননা। এমন ঘটনা প্রত্যক্ষ করে জনৈক ব্যাক্তি অভিযোগ করে জানায়,সম্মানীয় অশোক স্তম্ভটি মোটর বাইকের পেছনে থাকা উচিত নয়।
অশোক স্তম্ভটি সম্মানের সহিত মোটর বাইকের সামনে রাখা উচিত। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ওই কর্মী তথা বিশ্বজিৎ দাস নিজে জেনে শুনেও মোটর বাইকের পেছনে সাঁটিয়ে রাখেন রাষ্ট্রীয় প্রতীক অশোক স্তম্ভটি। যা রাষ্ট্রীয় প্রতীকের অবমাননার ঘটনা প্রত্যক্ষ করে এলাকার মানুষজন সহ ইন্ডিয়ান আর্মিতে অবসরপ্রাপ্ত ব্যাক্তিত্বরা ছি:ছি : করছে। এই ঘটনা সংবাদ সম্প্রচারের পর দেখার বিষয় প্রশাসন ইন্ডিয়ান আর্মির কনস্টেবল বিশ্বজিৎ দাস এর বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
0 মন্তব্যসমূহ