প্রথমে সম্মেলনে পতাকা উত্তোলন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেব বর্মন। এছাড়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চেছড়ী মাই যুব মোর্চার যুব সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। আজকের এই যুবসম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরিলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ,
চরিলাম মন্ডল যুব মোর্চার সভাপতি গোপাল শর্মা, চেছরীমাই গ্রাম পঞ্চায়েতের প্রদান প্রদীপ দেব নাথ, যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পা দেবনাথ, শক্তি কেন্দ্রের ইনচার্জ হিমাংশু দেবনাথ, যুব মোর্চার জেলা কমিটির সদস্য প্রণব দেবনাথ, এছাড়া ছিলেন রাজিব দেবনাথ, প্রাক্তন মন্ডল সভাপতি রাধাবল্লব দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। চরিলাম মন্ডলের চেছরীমাই যুব মোর্চার যুব সম্মেলন যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আলোচনা করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন।
0 মন্তব্যসমূহ