এরপর অনুষ্টিত হয় সাংঘঠনিক আলোচনা সভার।এতে সর্বসম্মতিক্রমে বাঘন জিপির হুছাইন আহমদকে সভাপতি ও দোহালিয়া-ফরিদকোনা জিপির আছকর আলীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে কার্যকরী সভাপতি পদে সাদিক উল্লাহ সহ একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সমষ্টি ভিত্তিক কমিটি গঠন করা হয়।এদিনের সভায় অন্যান্যদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি জয়নুল কারিম সাধারণ সম্পাদক মনসুরআহমেদ চৌধুরী কার্যকরী
সভাপতি মাহমুদুল আলম পাথারকান্দি সমষ্টির দলিয় সভাপতি আব্দুল বারী হেলাল সাংগঠনিক সম্পাদক আলহাজ উদ্দিন সহ-সভাপতি যথাক্রমে মোস্তফা আহমদ হাবিবুল হক আব্দুল বাসিতও সহ-সম্পাদক বদরুল হক ইফতিকার বাহার প্রমুখ।
0 মন্তব্যসমূহ