পাথারকান্দি এআইইউডিএফ যুব মোর্চার সমষ্টি ভি‌ত্তিক কমিটি গ‌ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৮ জানুয়ারি
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ ‌গোটা রা‌জ্যের সা‌থে তাল মি‌লি‌য়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতেও এআইইউডিএফ যুব মোর্চার সমষ্টি ভি‌ত্তিক কমিটি গঠিত হল।

এ ম‌র্মে বৃহস্পতিবার আছিমগঞ্জ মরিয়ম মেমোরিয়াল মাদ্রাসায় পাথারকান্দি যুব এআইইউডিএফের ডাকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা যুব মোর্চা সভাপতি জয়নুল করিম।সভার শুরু‌তে নবনিযুক্ত করিমগঞ্জ জেলা যুব এআইইউডিএফের বি‌ভিন্ন পদাধিকারিকে মাল্যদান ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।

রপর অনু‌ষ্টিত হয় সাংঘঠ‌নিক আ‌লোচনা সভার।এ‌তে সর্বসম্মতিক্রমে বাঘন জিপির হুছাইন আহমদকে সভাপতি ও দোহালিয়া-ফরিদকোনা জিপির আছকর আলীকে সাধারণ সম্পাদক প‌দে ম‌নোনীত ক‌রে কার্যকরী সভাপতি প‌দে সাদিক উল্লাহ সহ এক‌ত্রিশ সদস্য বি‌শিষ্ট পূর্ণাঙ্গ সম‌ষ্টি ভি‌ত্তিক কমিটি গঠন করা হয়।এদিনের সভায় অন‌্যান‌্যদের প‌ক্ষে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি জয়নুল কারিম সাধারণ সম্পাদক মনসুরআহমেদ চৌধুরী কার্যকরী 
সভাপতি মাহমুদুল আলম পাথারকান্দি সমষ্টির দ‌লিয় সভাপতি আব্দুল বারী হেলাল সাংগঠনিক সম্পাদক আলহাজ উদ্দিন সহ-সভাপতি যথাক্রমে মোস্তফা আহমদ হাবিবুল হক আব্দুল বাসিতও  সহ-সম্পাদক বদরুল হক ইফতিকার বাহার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu