২১০ পরিবারের ৭৭১ জনজাতি ভোটার বিজেপিতে যোগদান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৯ জানুয়ারি
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ ‌ভারতীয় জনতা পার্টি ১৭ গোলাঘাটি মন্ডলের অন্তর্গত শ্যামনগর পাড়া গাং ঠাকুর বাজারে বিজেপি  জনসভা আয়োজন করা হয় উক্ত জনসভায়। 

উক্ত জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়, উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, উপস্থিত ছিলেন ১৭ বিধানসভার মাননীয় বিধায়ক  বীরেন্দ্র কিশোর দেববর্মা, উপস্থিত ছিলেন গোলাঘাটি  মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা, উপস্থিত ছিলেন জেলা 

বিজেপি সভাপতি অঞ্জন পুরকায়স্থ , উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা, উপস্থিত ছিলেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ মজুমদার ,সহ আরো অন্যান্যরা ।উক্ত জনসভায় ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে রাজ্যের 
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় বরণ করে নেন এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, মহাশয় উক্ত জনসভায় সংক্ষিপ্ত আলোচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়। উক্ত জনসভায় ২১০ পরিবারের ৭৭১ জনজাতি ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu