ফিজিওথেরাপি চিকিৎসার উপর বিনামূল্যে এক দিবসীয় ক্যাম্প অনুষ্ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৩ জানুয়ারি
বৃহস্পতিবার

কদমতলা প্রতিনিধিঃ জাতীয় যুব দিবস উপলক্ষে কদমতলা গ্রামীণ হাসপাতাল ও নিগমানন্দ ফিজিওঠেরাপি ক্লিনিক এর যৌথ উদ্যোগে ফিজিওথেরাপি চিকিৎসার উপর বিনামূল্যে এক দিবসীয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

বুধবার সকাল নটায় কদমতলা গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠিত এই একদিবসীয় ক্যাম্পের উদ্বোধন করেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন  কদমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের এম,ওয়াই,সি সন্দীপ দেব। প্রথমেই যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন চিকিৎসকরা। 


তারপরেই স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনের এই বিনামূল্যে চিকিৎসা শিবিরে প্রায় ত্রিশ জন রোগীর চিকিৎসা করা হয়। দুই অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট চিকিৎসক বিধায়ক ভট্টাচার্য ও বিকাশ ভৌমিক রোগীদের চিকিৎসা করেন। 

বিশেষ করে পিঠে, কোমরে ও ঘাড়ে ব্যথার উপর তাদের এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি সেই সব রোগীরা এসে উপকৃত হন। চিকিৎসক বিধায়ক ভট্টাচার্য জানান, প্রতি মাসেই একবার করে বিনামূল্যে চিকিৎসা শিবির তারা অনুষ্ঠিত করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu