প্রশাসনের কাছে মহোৎসবের অনুমতির দাবিতে মন্দির কতৃপক্ষ ও স্হানীয় জনগণের অনির্দিষ্টকালের পথ অবরোধ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৩ জানুয়ারি
বৃহস্পতিবার

কদমতলা প্রতিনিধিঃ প্রশাসনের কাছে মহোৎসবের অনুমতির দাবিতে মন্দির কতৃপক্ষ ও স্হানীয় জনগণের অনির্দিষ্টকালের পথ অবরোধ।উত্তর জেলার কদমতলা 

ব্লকাধীন তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরের পঞ্চাশ তম বার্ষিক মহোৎসব উদযাপনে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় কদমতলা-রানিবাড়ী প্রধান সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে বসে মন্দির কতৃপক্ষ ও স্থানীয় জনগণ। বুধবার সকাল এগারোটা থেকে চলে এই পথ অবরোধ।জানা 

গেছে মঙ্গলবার জেলাশাসকের কাছে অনুমতি চেয়েছিলেন মন্দির কতৃপক্ষ।জেলাশাসক উৎসবের অনুমতি দিলেও মেলা করার অনুমতি দেননি। কিন্তু বুধবার সকালে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার মেলা কমিটিকে জানান,কভিড পরিস্থিতির কারনে মেলা এবং বাৎসরিক উৎসব কোনটাই করা যাবে না। মন্দির কতৃপক্ষের বক্তব্য তারকপুর কালাচাঁদ মিলন মন্দিরে দীর্ঘ ঊনো পঞ্চাশ বছর থেকে বাৎসরিক উৎসব পালিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবছরও পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হবে বাৎসরিক উৎসব। 

আর তাতেই কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের বাধা দান করায়, মন্দির কতৃপক্ষ সহ এলাকাবাসীরা একত্রিত ভাবে কদমতলা-রানীবাড়ী পথ অবরোধ করে বসেন। তাছাড়া তাদেরকে বাৎসরিক উৎসবের অনুমতি না দিলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও জানিয়েছে মন্দির কতৃপক্ষ। তাদের বক্তব্য প্রশাসন কভিড বিধি মেনে ছোট্টো পরিসরে বাৎসরিক মহোৎসব করার অনুমতি প্রদান করুক। অন্যথায় তাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ জারি থাকবে।এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu