শাসক দলের নাম করে কেরোসিনের কালোবাজারি উত্তম দেওয়ানজী নামে এক বাক্তির-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১৭ জানুয়ারি
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ বাম আমলেও দাদাগিরি করে কেরোসিন তেলের কালো বাজারি জারি রেখেছিল, এবং বর্তমানে রাম আমলেও গায়ে গেরুয়া আবির মেখে সরকারী ন্যায্য মূল্যের দোকানের  কেরোসিন তেলের কালোবাজারি 

রমরমা চালিয়ে যাচ্ছে বিশালগড় মহকুমার রাউৎখলার বাসিন্দা  উত্তম দেওয়ানজী। জানা যায়  বিশালগড় খাদ্য দপ্তরের অধীন মহকুমার  ৮৯ টি রেশন শপের কেরোসিন তেল বিশালগড় পেট্রোল পাম্পে আসে, আর সেই ৮৯ টি সরকারী ন্যায্য মূল্যের দোকানের নামে আসা  কেরোসিন তেল অবৈধ ভাবে ড্রাম ভর্তি করে নিয়ে খোলা বাজারে দেদার অতিরিক্ত মুনাফায় বিক্রি করে যাচ্ছে  নিজেকে 

শাসক দলের নেতা হিসেবে দাবি করা রাউৎখলার বাসিন্দা  উত্তম দেওয়ানজী। জানা যায় উত্তম দেওয়ানজী নামে জনৈক এই ব্যাক্তি প্রায় প্রতিদিনই  বিশালগড় পেট্রোল পাম্পে সরকারী ভাবে আসে কেরোসিন তেলগুলি লিটারের উপর লিটার ড্রামে করে নিয়ে কালোবাজারির ধান্দা চালাচ্ছে। শুধু তাই নয় বিশালগড় মহকুমার ৮৯ টি রেশন ডিলারের কাছ থেকে জনৈক উত্তম দেওয়ানজী শাসক দলের নাম করে ধমকিয়ে, শাসিয়ে  চার থেকে পাঁচ লিটার তেল রেখে দিচ্ছে , এবং যা খোলাবাজারে অতিরিক্ত মুনাফায় বিক্রি করছে জনৈক উত্তম। জনৈক উত্তম দেওয়ানজী বাম আমলেও লাল বাড়ির দোহাই দিয়ে এইভাবে কালোবাজারি চালিয়েছিল, কিন্তু বর্তমানে রাম আমল চললেও তার কালোবাজারি বন্ধ হয়নি, বরং দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে বলে খবর। জানা যায়  সরকারী ন্যায্য মূল্যের দোকানে কেরোসিন তেল ৪৮ টাকা দরে বিক্রি হয়। কিন্তু জনৈক উত্তম দেওয়ানজী প্রত্যেক রেশন শপের ডিলারের কাছ থেকে দাদাগিরি করে কেরিসিন রেখে দেয়, এবং সেই কেরোসিন গুলি অবৈধভাবে খোলা বাজারে ৭০ থেকে ৮০ টাকা লিটারে বিক্রি করছে। উত্তম দেওয়ানজীর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, 
অবৈধ ভাবেই বিশালগড় পেট্রোল পাম্পে সরকারী  ভাবে আসা কেরোসিন তেলগুলি পেট্রোল পাম্পের মালিকের সাথে হাত মিলিয়ে অবৈধ ভাবে কেরোসিন তেল নিয়ে বাজারে অতিরিক্ত মুনাফায় বিক্রি করে যাচ্ছে দিনের পর দিন। এখন প্রশ্ন উঠেছে কেনো খাদ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা ওই অভিযুক্ত উত্তম দেওয়ানজীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না  নাকি উত্তম দেওয়ানজীর সাথে খাদ্য দপ্তরের কোনো আধিকারিক জড়িত রয়েছে, যা নিয়ে নানা প্রশ্ন জাগছে। অন্যদিকে শাসক দলের নাম করে যে ভাবে উত্তম দেওয়ানজী কেরোসিনের কালোবাজারি চালিয়ে যাচ্ছে, তা যে পুরোপুরি শাসক দলের নাম বদনাম হচ্ছে তা আর বলার অপেক্ষা নেই।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu