বাম জামানার ২৫ বছর খাকলাই এলাকার জনজাতিদের রাস্তা তৈরি করে দেওয়ার ব্যাপারে কেবল প্রতিশ্রুতি পেয়েছিল। কিন্তু পরিতাপের বিষয় হলো ওই খাকলাই এলাকায় উন্নয়নের ছোঁয়া পর্যন্ত লাগেনি। এলাকার জনজাতির আর প্রতিশ্রুতি শ্রবণ করতে নারাজ। আর রাম আমলের ও চার বছর কেটে গেছে। বিশেষ করে ওই এলাকার কোন অসুস্থ ব্যাক্তির চিকিৎসা পরিষেবা নিতে হলে বিলাইকাং ছড়া পথে আসতে হয় বিলাইকাং এলাকায়। পরে চড়াই-উৎরাই পাহাড় অতিক্রম করে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসতে হয়।
নতুবা মুঙ্গিয়াকামী থেকে গাড়ি যুগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসতে হয়। তবে এ ব্যাপারে মুঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা খাকলাই এলাকা পরিদর্শনে গিয়ে মূলত হতবাক হয়ে যান এলাকা টির রুগ্নতা প্রত্যক্ষ করে।
0 মন্তব্যসমূহ