সবুজ ত্রিপুরা ২৫ জানুয়ারিমঙ্গলবারকদমতলা প্রতিনিধিঃপাথারকান্দি থানাধীন লক্ষীপুর এলাকায় শনিবার সন্ধ্যায় ঘটে গেল এক চাঞ্চ্যকর রক্তারক্তি কান্ন্ডো এতে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন
হবিবুরবাহার খন্দকার(মিনু)(চৌত্রিশ) নামের এক স্থানীয় যুবক।পরে পুলিশ খবর পেয়ে অকুস্থলে পৌছে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হসপিট্যালে প্রাথমিক চিকিৎসা করার জন্য ভর্তি করলেও তার অবস্থা সংকটজনত হওয়াতে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যল কলেজ হসপিট্যালে হস্তান্তর করা হয়।এ
কান্ডে আহত যুবক জানায় এদিন সন্ধ্যা ছয়টা নাগাদ লক্ষীপুর তেমাথায় তার গলায় ও পেটে পিস্তল থেকে দু রাউন্ড গুলি করে ড্রাগস বেপারী আহমেদ হোসেন।সঙ্গে ছিল মজনু হোসেন সহ তাদের আরও দুই অল্পবয়সি সঙ্গী।পুলিশ ঘটনার
পর পরিস্থিতি উপর নজর রেখে এ কান্ডে জড়িতদের পাকড়াও করতে চারদিকে জাল বিছিয়েছে।পাথারকান্দিতে চাঞ্চল্যকর গুলি ছোঁড়ার মত কান্ডে গোটা এলাকা জুড়ে একরাশ আতঙ্ক বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ