তেলিয়ামুড়া নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত যুবককে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৪ জানুয়ারি

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সংবাদে প্রকাশ ইংরেজি নববর্ষের দিন বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে ১৩ বছর বয়সের এক নাবালিকা কে রাস্তায় একা পেয়ে পাশের 

নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে প্রাণেশ রুদ্রপাল নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযুক্তকে গ্রেফতার করতে মাঠে নামলেও অভিযুক্ত পালিয়ে যায়।   পুলিশ মামলা নিয়ে ঘটনা তদন্তে নামে।যার মামলা নাম্বার TLM PS 01/2022। ভারতীয় দন্ডবিধির 376 ও 4 পস্কো ধারায়। । তদন্তে নেমে পুলিশ সোমবার 

রাতে অভিযুক্ত যুবকের এক ভাই ও এক নিকট আত্মীয়কে থানাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এর পরেই রাত দশটা নাগাদ তুইসিন্দ্রাই থেকে অভিযুক্ত  যুবককে আটক 

করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানা যায় । দাবি উঠেছে অবিলম্বে  সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এই মানুষ রূপি হায়নার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu