সবুজ ত্রিপুরা
৪ জানুয়ারি
বক্সনগর প্রতিনিধিঃ সিপাহীজলা জেলার মেলাঘর থানাধীন চুন্দুল কালাপানিয়া এলাকার বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে বাবুল মিয়ার সাথে আজ থেকে প্রায় আট বছর
আগে সোনামুড়া থানাধীন রবিন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের মেয়ে নূরজাহান বেগমের সাথে ইসলামিক শরীয়ত অনুসারে বিবাহ হয়। বিয়ের ছয় মাস পর্যন্ত তাদের সংসার ভালো ভাবে কাটলেও ছয় মাস পর থেকে শুরু হয়ে যায়
পারিবারিক অশান্তি। এই দিকে বাবুল মিয়ার স্ত্রী নুরজাহান বেগম অভিযোগ তুলেন তার স্বামী পরকীয়ায় জরিয়ে পড়েন ।এই পরকীয়ার কারণে নুরজাহানের স্বামী বাবুল মিয়া প্রতিনিয়ত নূরজাহানের ওপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতে শুরু করেন এবং নূরজাহানের সাথে বিশ্রী ভাষা প্রয়োগ করেন। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের সংসারের ঝামেলা নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভা হলেও কিন্তু বাবুল মিয়ার কোন পরিবর্তন হয়নি । সালিশি সবার কয়েকদিন সময় অতিক্রান্ত হলে নুরজাহানের স্বামী বাবুল মিয়া নুরজাহানের উপর আবার আক্রমণ শুরু করেন ।কখনো মানসিক ভাবে আক্রমণ
আবার কখনো শিরীরিক ভাবে আক্রমণ করেন বাবুল মিয়া। শেষ পর্যন্ত নুরজাহান বেগম তার স্বামী বাবুল মিয়ার অত্যাচার সহ্য করতে না পেরে রবিবার মেলাঘর থানায় বাবুল মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে পরকীয়া একটি সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে পরকীয়ার কারণে অকালে ঝরে যাচ্ছে অনেকের সংসার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের উপর সংসারের পুলিশি তদন্ত চলছে এবং আগামী দিনে একটি সঠিক সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন বিশিষ্ট মহল।
0 মন্তব্যসমূহ