সবুজ ত্রিপুরা
৪ জানুয়ারি
বক্সনগর প্রতিনিধিঃ চাতক পাখি যেমন খাদ্যের সন্ধানে সকাল হতে সন্ধা পযর্ন্ত ঘুরছে । ঠিক তেমনি সুদূর উত্তর প্রদেশ হইতে আগত রমনী বক্সনগর বাজার চৌমুহনীতে
ব্যাথা ওবেদনার আরোগ্যে মহা মলম বেচা বিক্রি করে পেটের আহার যোগাচ্ছে।ভেষজ মলম বিক্র কারী মহিলার নাম সাবিরা বেগম উনার বাড়ী উত্তর প্রদেশের বারিজ গাঁও পঞ্চায়েতের অন্তর গত।বৎসরের চার /পাঁচ মাস বাড়িতে থাকেন আর বাকী মাস গুলি ভারতের বিভিন্ন রাজ্য গুলো তে ফেরি করে যাযাবর জীবন যাপনের মাধ্যমে দিন অতিবাহিত হচ্ছে।যে কনো ব্যাথা হাটুঁ
কোমরে জয়েন্টে হাতে পায়ে এমনকি বুকের ব্যাথা পযর্ন্ত ভাল হয় বলে মুখে অনরগল হিন্দি ও মাঝে মাঝে বাংলা ভাষা তে প্রচার করছে।অনেক লোকই ব্যাথা অতিষ্ঠ হয়ে কষ্ট পেয়ে পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করছে।শুধুমাএ বক্সনগরে আসেনি সারা রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মলম বিক্রেতা লোক ।সাবিরা বেগমের সঙ্গে একান্ত সাক্ষাৎ কারে জানা যায় উ ত্তর প্রদেশে আমরা যে জেলা তে আছি সে জগাই সব সময় কাজ থাকে না,থাকলেও কম তাছাড়া এই ভেষজগুণ সম্পূর্ণ ব্যাথা র মলম উত্তরাধিকারসূত্রে শিখে এই ব্যবসা করেই বাপ দাদারা সংসার চালিয়েছিলেন এবং সেটাকে আকড়ে ধরেই তারা বেচে আছেন ।দু মটো
রুটি রোজগারের জন্য কোথায় বাড়ি কোথায় ঘর সব কিছু ফেলে আজ এিপুরার মাটিতে।করুনা আবহওয়া র পূর্বে মলম বিক্রি ছিল রমরমা।লকডাউনে ব্যবসা খুবই মনদা এখনো তা কাঠিয়ে ওঠতে পারেনি কিন্তু ধীরে ধীরে বাজার ওঠছে।রাজ্যের বিভিন্ন গ্রাম শহরে ঘুরে ঘুরে মলহ বিক্রি করতে কোথাও অসুবিধা হচ্ছেনা।নিরাপত্তা ও অবাধ শান্তিপূর্ণ ভাবে ই মলম বিক্রি করছে এবং বি জে পি সরকারের প্রশংসা পঞ্চ মুখ ।
0 মন্তব্যসমূহ