আবার উপজাতি গিরিবাসীরা নৌকার মাধ্যমে লাকড়ি চাকমাঘাটে নিয়ে আসে।যোগাযোগ মাধ্যম হিসাবে পিচঢালা রাস্তা থাকলেও অতিরিক্ত ভাড়া অর্থাৎ গাড়িযোগে তাঁরা নিয়ে আসে না লাকড়ি এবং বাঁশ গিরিবাসীরা। কারণ উপজাতি গিরি বাসীরা গাড়ি ভাড়া দিতে অসমর্থ। আবার বিলাইকাং এবং খাংলাই, এলাকায় তেমন কোনো রাস্তাঘাট গড়ে তুলতে ব্যার্থ এ.ডি.সি প্রশাসন।
যার ফলে ওইসব এলাকার গিরি বাসীরা নৌকার মাধ্যমে যাতায়াত করতে হয়। ওইসব গিরি বাসীরা নৌকাযোগে লাকড়ি চাকমা ঘাট বাজারে এনে মহাজনদের কাছে বিক্রি করে। পরে চাকমা ঘাট থেকে সেই লাকড়ি শহরে আসে। আদতে সরকার অদল বদল হলেও ওই সব গিরি বাসীদের ভাগ্যের চাকা ঘুরে না।
0 মন্তব্যসমূহ