সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের গাড়ি ভাংচুর, অল্পবিস্তর আহত সাংবাদিক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৫ জানুয়ারি

বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ঘটনা মঙ্গলবার বিকেলে বড়মুড়া স্থিত বড়মুড়া ইকোপার্কের পিকনিক স্পটে।খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার বড়মুড়া 

ইকোপার্কের পিকনিক স্পটে বনভোজন করতে আসা হাওয়াই বাড়ি এলাকার বেশ কয়েকজন যুবককের সঙ্গে খয়েরপুর এলাকার বাসিন্দা সৌরভ শীল সহ তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে কোন এক বিষয় নিয়ে ঝামেলা বাঁধে। পরিস্থিতি একটা সময় হাতাহাতিতে রূপ নেয়। সৌরভ সহ তার সাঙ্গপাঙ্গরা যে লাল রঙ্গের TR01C3766 নম্বরের 

একটি ম্যাজিক গাড়ি নিয়ে বনভোজনে আসে সেই ম্যাজিক গাড়ির চালক হাওয়াই বাড়ি এলাকা থেকে বনভোজনে আসা যুবকদের সঙ্গে ঝামেলা হয়। এবং শুরু হয় ইটপাটকেল ছোঁড়া ছুঁড়ি। এই সংবাদ পেয়ে তেলিয়ামুড়া মহাকুমার ত্রিপুরা খবর সান্ধ্য পত্রিকার প্রতিনিধি সাগর দেব সহ অন্য সাংবাদিকরা সেখানে পৌঁছতে সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে সৌরভ শীলের  নেতৃত্বে তার সাঙ্গ পাঙ্গরা ইটপাটকেল ছুঁড়তে 

শুরু করে। এতে সাংবাদিক সাগর দেবের TR06 0510 নম্বরের লাল রঙ্গের আল্টো গাড়ী'টির সামনের এবং পেছনের দিকের কাঁচে আঘাত লাগে। এতে সাংবাদিকের গাড়িটি বিশাল ক্ষতিগ্রস্ত হয়। তখন গাড়িতে থাকা কিছু কাঁচের আঘাত লাগে সাংবাদিকের শরীরে, এতে অল্পবিস্তর আহত হয় কর্তব্যরত সাংবাদিক। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ম্যাজিক গাড়ি সহ গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।পরবর্তীতে সাংবাদিক সাগর দেব জানায় সৌরভ শীল সহ তার সঙ্গে থাকা সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu