বাইক অটোর সংঘর্ষে আহত এক মহিলা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
৫ জানুয়ারি

বুধবার

বিশালগড়  প্রতিনিধিঃ বিশালগড় ২ নং গেইট  সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় বাইক অটোর সংঘর্ষে আহত এক মহিলা। 

ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা ৫ টা ১৫  মিনিট নাগাদ  বিশালগড় থানা দিন ২ নং গেইট সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় বাইক অটো সংঘর্ষে আহত হয় পূর্ণিমার দেব নামে এক মহিলা। ঘটনাস্থল থেকে গা-ঢাকা দেয়  বাইক আরোহী । 

পরবর্তী সময়ে বাড়ির লোকেরা তড়িঘড়ি পূর্ণিমার দেব কে  

নিয়ে আসা হয় বিশালগড় মহাকুমা হাসপাতালে  মহাকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পূজা সাহা রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি রেফার করা হয় আগরতলা হাঁপানি হসপিটালে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu