বিশালগড় মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো ফেরদৌস মিয়াকে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৫ জানুয়ারি

বুধবার

বিশালগড়  প্রতিনিধিঃ বিশালগড় মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি হিসেবে নিযুক্ত করা হলো ফেরদৌস মিয়াকে। 

বুধবার বিশালগড় বিজেপি মন্ডল অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেরদৌস মিয়াকে মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি হিসাবে ঘোষণা করেন মাইনরিটি মোর্চার জেলা সভাপতি স্বপন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় মন্ডল সুশান্ত দেব। তিনি নব নিযুক্ত মাইনোরটি মোর্চার সভাপতির কাছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিজেপির বিশালগড় মাইনরিটি মোর্চার প্রাক্তন মন্ডল সভাপতি হাবিবুর রহমানকে  সংগঠনের জেলা স্তরে পদোন্নত করে ফেরদৌস মিয়াকে মন্ডল সভাপতি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu