সবুজ ত্রিপুরা
৫ জানুয়ারি
বুধবার
বিশালগড় প্রতিনিধিঃ আবারো মৃত্যুর খাতায় নাম লেখালো ১০৩২৩ চাকুরিচ্যুত এক শিক্ষক। মৃত শিক্ষকের
নাম জীবন দেববর্মা। বাড়ি চড়িলাম বিধানসভার সুতারমুড়া এলাকায়। পরিবারের লোকদের কাছ থেকে
https://youtu.be/_uBHYf9TQBA
চাকুরী যাওয়ার পর থেকেই জীবন দেববর্মা নামে ওই চাকুরিচ্যুত শিক্ষক মানসিক অবসাদে ভুগতে ভুগতে অসুস্থ
হয়ে পড়েছিল। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খাতায় নাম লেখালো জীবন দেববর্মা নামে ওই চাকুরিচ্যুত শিক্ষক।
জানা যায় বুধবার হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন জীবন দেববর্মা , তারপর পরিবারের লোকেরা জীবন দেববর্মাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্ত্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর পরিবারের লোকেরা কান্নায় ভেংগে পড়েন।
0 মন্তব্যসমূহ