অসম পুলিশের হাতে বিপুল পরিমাণ বার্মিজ সুপারি ও গাঁজা আটক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৫ জানুয়ারি

বুধবার

কদমতলা প্রতিনিধিঃ ত্রিপুরা থেকে অসম বেরিয়ে যাওয়ার সময় অসম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ বার্মিজ সুপারি ও গাঁজা। এই ঘটনায় পৃথক পৃথক দুটি মামলা নিয়ে চালকদের আটক করা হয়েছে। বিবরণে প্রকাশ, 

মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ প্রথমে JH10CE- 5815 নম্বরের চৌদ্দ চাকার একটি গাড়ি ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম গেইটে প্রবেশ করতেই পুলিশের রুটিন তল্লাশির জন্য আটক করা হয়। তারপর গাড়ি থেকে আশি কেজি করে তিনশো পনেরো বস্তায় মোট পঁচিশ হাজার দুইশো কেজি সুপারি জব্দ করা হয়।যার বাজারমূল্য এক কোটি আশি হাজার টাকা। সঙ্গে চালক নাসারুল শেখ(৪৫) ও সহ চালক 

মুজাহিদ শেখকে(২০) পুলিশ আটক করেছে। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায়। তারা পুলিশকে জানিয়েছে ত্রিপুরার কুমারঘাট থেকে এই সুপারি গুলি লোড করে গৌহাটি নিয়ে যাওয়ার জন্য আসে।অপরদিকে একই সময়ে আগরতলা থেকে কলকাতা গামী একটি WB11D-6667 নম্বরের লরি একইভাবে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসমে প্রবেশ করতেই অসম চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ গাড়িটি তল্লাশি করে গাড়ির গোপন কেবিনে থাকা গাঁজার ৩১ টি পেকেট উদ্ধার করে। জব্দকৃত মোট তিনশো চৌদ্দ কেজি 

শুকনো গাঁজার কালোবাজারি মূল্য প্রায় একশ্রিশ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। সঙ্গে চালক শিবনাথ চৌধুরী(৪০) ও সহ চালক বাবাই গুসাইটকে(২৪) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ধৃত চালক জানায় গাঁজা গুলি সঠিক জায়গায় পৌঁছে দিলে সে দু লক্ষ টাকা পাবে।ধৃতদ্বয়ের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। দুটি ক্ষেত্রেই পুলিশ পৃথক পৃথক ভাবে মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ জারি রাখবে এবং আগামীকাল তাদের করিমগঞ্জ সিজিএস আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের তল্লাশি ব্যবস্থা আবারও প্রশ্নের মুখে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu