সবুজ ত্রিপুরা
৪ জানুয়ারি
কদমতলা প্রতিনিধিঃ রাতের ঘুটঘুটে অন্ধকার এরপর কুয়াশার চাঁদর,এপার থেকে কাঁটাতারের ওপার চোঁখে দেখা যায়না। এই অন্ধকারের মধ্যে শুধু চাঁদের আলোর মত দেখা
যাচ্ছে জোয়ানের হাতে একটি টর্চ লাইট। এক হাতে যেমন টর্চ লাইট তেমনি অন্য হাতে দূরবীন নিয়ে সারারাত সীমান্ত এলাকায় টহল দিতে দেখা গেল জওয়ানদের। এই দৃশ্য ভারত-বাংলাদেশ সীমান্তের বড়ুয়াকান্দি গ্ৰামের মালাকার বস্তিতে অবস্থিত সীমা সুরক্ষা বাহিনীর ক্যাম্পে। সোমবার রাত দুপুরে অর্থাৎ বারোটা নাগাদ সাংবাদিকদের ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে। তখন সারিসারি জওয়ানরা নিজেদের
কর্তব্য পালন করতে দেখা গেল।ঠিক তখনই তাদের ব্যাটালিয়ন কমান্ডার এস সিবামুর্তি আরো ব্যাটেলিয়ান নিয়ে ছুটে যান সীমান্তে এবং কর্তব্যরত জওয়ানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতেও দেখা গেল উনাকে। ধর্মনগর শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সীমান্ত এলাকা। এই মালাকার বস্তি বিএসএফ ক্যাম্পের আওতায়
রয়েছে উত্তর জেলার বৃহৎ একটি এলাকাসহ ঊনকোটি জেলা বহু অংশ। জওয়ানদের ইন্সপেক্টর এস, পাল জানান,পূর্বে ওই এলাকা দিয়ে ত্রিপুরা থেকে বাংলাদেশি পাচারকারী ও চোরের দল প্রতি রাতেই গবাদিপশু চুরি করে নিয়ে যেত। বর্তমানে পরিস্থিতি বদলেছে। জওয়ানদের তৎপরতায় ওই সীমান্ত এলাকা শান্তিপূর্ণ রয়েছে।
0 মন্তব্যসমূহ