সবুজ ত্রিপুরা
৪ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ কোর্টের রায়ে ১১ বছর পর নিজেদের জুত জমি ফিরে পেলেন। কোর্টের প্রতিনিধি এবং পুলিশের উপস্থিতিতে জোর জবরদস্তি করে দখল করা ৯০ শতক জায়গা ফিরিয়ে দিতে হলো আপন ভাইয়ের বউকে। ঘটনা বিশালগড় ব্লকের অন্তর্গত অরবিন্দ নগর গ্রাম
পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। অরবিন্দ নগর গ্রামের আব্দুল রহমানের ৫ জন ছেলে রয়েছে। তার মধ্যে বড় ছেলে জামাল মিয়া বিকলাঙ্গ ছিলেন। বিকলাঙ্গ জামাল মিয়া র ৯০ শতক জমি অর্থাৎ দুই কানি ৫ গন্ডা জায়গা দখল করে রেখেছিল তৃতীয় নম্বর ভাই জাকির হোসেন। বিকলাঙ্গ বড় ভাই জামাল মিয়া ১১ বছর আগে মামলা করেছিলেন ভাইয়ের বিরুদ্ধে। ওই সময় পশ্চিম ত্রিপুরা জেলার আদালতে মামলাটি চলছিল। তারপর আলাদা করে
সিপাহীজলা জেলা হওয়ায় সুনামুরা কোর্টে মামলাটি স্থানান্তরিত হয়। এর আগেও তিনবার রায় হয়েছিল বলে জানান লাহেলা বেগম। লাহেলা বেগম হলো জামাল মিয়ার স্ত্রী। যদিও জামাল মিয়া প্রয়াত হয়ে গেছেন। লাহেলা বেগম জানান এর আগেও নাকি তিনবার রায় হয়েছিল। কিন্তু উনার দেবর জাকির হোসেন কোর্টের রায় মান ছিল না। জোরজবরদস্তি করে জায়গা দখল করে রেখেছিল। এবং সেই জায়গায় বসতঘর পাকাপোক্তভাবে তৈরি করেছিল বিল্ডিং ঘর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে লাহেলা বেগম সুনামুরা সিভিল জজ কোর্টে উচ্ছেদ মামলা করেন Execution (T)22of 2015 এই মামলার রায় দেন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনামুরা সিপাহীজলা জেলা সর্বজিত চৌধুরী।
কোর্টের রায় এবং অর্ডার এবং লালসালু টাঙ্গিয়ে দেওয়া হয় লাহেলা বেগম এর বাড়ির উঠোনে। এবং বলে দেওয়া হয় এই সীমানার মধ্যে জাকির হোসেন এবং তার বাড়ির কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে মামলা হয়ে যাবে। এবং এই ৯০ শতক জায়গায় জাকির হোসেনের বিল্ডিং ঘরবাড়ি সব ভেঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু থাকতে পারবেনা জাকির হোসেনের এই জায়গায়। এমনটাই নির্দেশ দিয়েছে কোর্ট। দুইদিন যাবত ভাঙ্গা হচ্ছে জাকির হোসেনের বাড়ি ঘর। সুনামুরা কোর্টের প্রতিনিধি জয়দেব রায় এবং বিশালগড় মহিলা থানার পুলিশ এবং মধুপুর থানার পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার দিন সকাল বেলা থেকে জোর কদমে ভাঙ্গা হচ্ছে জাকির হোসেনের বিল্ডিং বাড়ি ঘর। গ্রামের মানুষ কোর্টের রায় ভীষণ খুশি। কারন গ্রামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী আনু মিয়া ও বলেছেন এই ৯০ শতক জায়গা লাহেলা বেগম দের জুত জমি। লাহেলা বেগমবলেছেন বহুবার নিজের জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য নিজের দেবর জাকির হোসেনকে অনুরোধ করেছেন কিন্তু জাকির হোসেন প্রতি বারই তাদেরকে তাদের জুদ জায়গায় ঢুকতে দেয়নি উপরন্তু তাদেরকে দাঁডিয়ে দৌড়ানি দিত এমনটাই অভিযোগ করেছেন সংবাদমাধ্যমের সামনে লাহেলা বেগম। শেষমেষ কোর্টের রায় ১১ বছর পর জায়গা ছেড়ে দিতে হলো। স্বস্তির নিঃশ্বাস লাহেলা বেগম দের পরিবারে।
0 মন্তব্যসমূহ