হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় নিজ বাড়িতেই পড়ে রয়েছে ৯২ বছর বয়সী বৃদ্ধা খোঁজ খবর নিতে গেল না তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩ জানুয়ারি

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ হাতির আক্রমণে গুরুতর  আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় নিজ বাড়িতেই পড়ে রয়েছে ৯২ বছর বয়সী বৃদ্ধা অথচ কোন প্রকার খোঁজ খবর নিতে গেল না তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা।খবরে জানা 

যায়, তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে  অধীনে ডি.এম কলোনি এলাকায় গত ২১ শে ডিসেম্বর বন্য হাতির আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছিল ওই এলাকার ৯২ বছর বয়সী বৃদ্ধা পূর্ণ বাসী দাস। গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয়েছিল তেলিয়ামুড়া মহকুমা 

হাসপাতালে। সেখানে উনার শরীরে প্রায় ২০ থেকে ২৫ টি সেলাই করা হয়েছিল। পরবর্তীতে পরিবারের লোকজন উনাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বর্তমানে উনার শরীরের আঘাতপ্রাপ্ত জায়গাগুলিতে পচন শুরু হয়েছে। অথচ ঘুমে আচ্ছন্ন তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মী বাবুরা এখন পর্যন্ত ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে 

করেনি। বর্তমানে বৃদ্ধার বাড়ি টিলার উপরে হওয়ার কারণে রাস্তার পাশবর্তী এক বাড়িতে আশ্রয় হয়েছে ওই বৃদ্ধার। কারণ এখনো যে প্রতি রাতের আঁধারে  টহলদারি চালায় বন্য দাঁতালের দল।বর্তমানে পরিবারের লোকজন চাইছে ওই বৃদ্ধার যেন কোন প্রকার সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu